অনিবার্য কারণের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে দেশব্যাপী মহানগর ও পৌরসভায় ডাকা মানববন্ধন একদিন পিছিয়েছে বিএনপি।
১০ জানুয়ারির বদলে এ কর্মসূচি পরদিন ১১ জানুয়ারি তাদের এই কর্মসূচি পালিত হবে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান।
বিএনপি কোনো কারণ উল্লেখ না করলেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এমন কর্মসূচি করতে চাইছেন না নেতারা। কর্মসূচি দেয়ার সময় বিষয়টি মাথায় ছিল না।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইট শুরুর পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়।
১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত হওয়ার প্রায় এক মাস পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন জাতির পিতা। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশ জুড়ে আওয়ামী লীগের কর্মসূচি থাকে।
রিজভী বলেন, ‘অনিবার্য কারণ বশত নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ১০ জানুয়ারির বদলে ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে।’
‘তবে ৭ জানুয়ারি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিটি অপরিবর্তিত থাকবে।’
দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
গত ৩ জানুয়ারি দলটির চেয়ারপার্সন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
ফখরুলের অভিযোগ, গত ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই তারা দায়িত্বে থাকতে পারে না।
পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ঘোষিত ২৩টি পৌরসভার মধ্যে বিএনপি জিতেছে দুটিতে, যার একটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।
সাম্প্রতিক নির্বাচনগুলোত তুলনায় সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি এবং গোলযোগহীন এই ভোটে ১৮টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।
বিএনপির দাবি, ভোটে কারচুপি হয়েছে ব্যাপক। যদিও তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনেনি। দলটির দাবি, ইভিএমে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়।