‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা পালানোর দরজাও খুঁজে পাবে না’- ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার এমন মন্তব্যের এবার জবাব দিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মঙ্গলবার কুষ্টিয়ায় ডায়াবেটিক হাসপাতালের বর্ধিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘এলাকার সংসদ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তিনি (আব্দুল কাদের) ক্ষোভের সঙ্গে এই কথা বলেছেন। তার এ বক্তব্য সামগ্রিক চিত্র নয়। রাজনীতির মাঠের চিত্রও এমন নয়। কোনো এমপিই পালাবে না।’
নোয়াখালীর বসুরহাট পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে রোববার বড় ধরনের বিক্ষোভ করে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার অনুসারীরা।
এই বিক্ষোভের পর ফেসবুকে ভাইরাল হয় কাদেরের ভাইয়ের বক্তব্যটি। আওয়ামী লীগেরই একটি জনসভায় তিনি বলেছিলেন, বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে কয়েকটি আসন ছাড়া বাকিগুলোতে আওয়ামী লীগের এমপিরা ঘর থেকে বের হতে পারবেন না।
তার এমন মন্তব্যের প্রশংসা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ বলেন, ‘কেউ যদি এতে আত্মসন্তুষ্টি লাভ করে, তাহলে করুক। কোন জায়গায় বিএনপির এত জয়ের সম্ভাবনা আছে?’
কুষ্টিয়া সদর আসনের এ সংসদ সদস্য বলেন, বিএনপি তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে, জনগণ তাদের পক্ষে নেই। কোনো নির্বাচনেই আর জিততে পারবে না। আগের থেকে নানা কথা বলে পরাজয়ের লজ্জা এড়ানোর চেষ্টা করে তারা।
এ সময় আওয়ামী লীগ নেতাদের দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বানও জানান হানিফ। তিনি বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্বের দায় সামগ্রিকভাবে দলের ওপর চাপানো যায় না।’