বাংলাদেশের উন্নয়নের কারণে পাকিস্তানপ্রেমীরা কষ্টে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার দুপুরে কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলায় যান হানিফ। এ সময় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তানপ্রেমীদের জন্য কষ্টদায়ক যে, বাংলাদেশের রিজার্ভ সাত গুণ হয়ে গেছে। গত ১০ বছরে শেখ হাসিনার সরকার ছয় বিলিয়ন ডলার থেকে ৪৩ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। যেখানে পাকিস্তানের রিজার্ভ ২০ বিলিয়ন ডলার।’
ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট থেকে টিকা আসা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও জানান আওয়ামী লীগ নেতা।
প্রতিষ্ঠানটি থেকে তিন কোটি টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। তবে রোববার সিরামের সিইও বার্তা সংস্থা এপিকে জানান, দেশের বাইরে টিকা বিক্রিতে তাদের নিষেধ করেছে ভারত সরকার।
যদিও এই সংবাদ প্রকাশের পর বাংলাদেশ যোগাযোগ করেছে প্রতিবেশী দেশটির সঙ্গে। আর ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, টিকা আসা নিয়ে কোনো সংশয় নেই। আর বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর এরই মধ্যে টিকার অনুমোদন দিয়েছে।
হানিফ বলেন, ‘একটি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। এ মাসেই বাংলাদেশে করোনাভাইরাসের টিকা চলে আসবে। এই টিকা যাতে জনগণ বিনামূল্যে পেতে পারে সে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই লক্ষ্যে সরকারি তহবিল গঠন করা হয়েছে।’
টিকা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন হানিফ। বলেন, ‘তার আস্থা না থাকলেও ভ্যাকসিন নিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে।’
আগের দিন ফখরুল এক সংবাদ সম্মেলনে বলেন, তারা জানতে পেরেছেন করোনার টিকা প্রয়োগে একটি তালিকা করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের নাম নেই।
এই ধরনের একটি তালিকা কয়েকদিন ধরে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, যদিও স্বাস্থ্য অধিদপ্তর একে ভুয়া বলেছে।
হানিফ বলেন, ‘ফখরুল শুধু কথা বলার জন্যই কথা বলেন। ক্লাব থেকে ভ্যাকসিনপ্রাপ্তদের তালিকা করার কথা শুনেছেন ফখরুল। তার কানে জনগণের কথা পৌঁছায় না।’