বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভালোবাসার দিনে ৫৬ পৌরসভায় ভোট

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ২০:৪৬

নির্বাচন কমিশন এবার ধাপে ধাপে দেশের প্রায় ৩০০ পৌরসভায় নির্বাচন করতে চায়। এর আগে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে।

চতুর্থ ধাপে দেশের ৫৬ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইন ডে) এসব পৌরসভায় ভোট হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি। বাছাই হবে ১৯ জানুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।

চতুর্থ ধাপের ৫৬ পৌরসভার মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে; বাকি ২৫ পৌরসভায় ব্যালট পেপারে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

ইসি বলছে, চতুর্থ ধাপের এ নির্বাচন উপলক্ষ্যেও আগের ধাপগুলোর মতোই সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেল নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন এবার ধাপে ধাপে দেশের প্রায় ৩০০ পৌরসভায় নির্বাচন করতে চায়। এর আগে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ২৪ পৌরসভায় ভোট হয়েছে। এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে প্রথম ধাপের এক পৌরসভার নির্বাচন স্থগিত রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হওয়ার কথা ১৬ জানুয়ারি। আর ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা ৬৪ পৌরসভায়।

ইসির এক কর্মকর্তা নিউজবাংলাকে জানিয়েছেন, পঞ্চম ধাপে অর্ধশতাধিক পৌরসভার ভোট হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে।

দলীয় প্রতীকের এ নির্বাচনে প্রথম ধাপের ২৪ পৌরসভার মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিন জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

ইসি জানিয়েছে, প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ০৬ শতাংশ।

১৪ ফেব্রুয়ারি যে ৫৬ পৌরসভায় ভোট

ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশংকাইল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের লালমনিরহাট (ইভিএম) ও পাটগ্রাম, নরসিংদীর নরসিংদী ও মাধবদী (ইভিএম), রাজবাড়ীর রাজবাড়ী (ইভিএম) ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া, শেরপুরের শেরপুর (ইভিএম) ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোরের বড়াইগ্রাম ও নাটোর, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবানের বান্দরবান (ইভিএম), বাগেরহাটের বাগেরহাট (ইভিএম), সাতক্ষীরার সাতক্ষীরা (ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ, কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোণার নেত্রকোণা (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া, রাঙ্গামাটির রাঙ্গামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই, নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।

এ বিভাগের আরো খবর