বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট ডাকাতির রেকর্ড কি ভাঙতে চান: কাদেরকে ফখরুল

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১৬:১১

‘রেকর্ড ভাঙতে চান বলেই ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে চরম ভোটডাকাতি করেছে। এ কোন সমাজে আসলাম আমরা যেখানে রাজনীতিবিদরা বলছেন যে তারা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান।’ 

বিএনপির ভোট ডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপির ভোট ডাকাতির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। উনি কি ভাঙতে চান?

‘রেকর্ড ভাঙতে চান বলেই ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে চরম ভোটডাকাতি করেছে। এ কোন সমাজে আসলাম আমরা যেখানে রাজনীতিবিদরা বলছেন যে তারা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান।’

শ‌নিবার জাতীয় প্রেসক্লা‌বের বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘গোটা পৃথিবী এখন একটি চরম দুঃসময় কাটাচ্ছে। একদিকে মহামারির আগ্রাসন আরেকদিকে গণতন্ত্রের মৃত্যুর দিকে চলে যাওয়া। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র বেড়ে উঠছে, সেই সঙ্গে দাম্ভিকতা অহংকার, সাধারণ মানুষকে অবজ্ঞা যেন এই সময়কার রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।’

ফখরুল বলেন, ‘১৯৭১ সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ তৈরি করার। আমাদের স্বপ্ন ভেঙে গেছে। স্বাধীনতার ৫০ বছর পরেও একথা আমরা বুক ফুলিয়ে বলতে পারছি না যে আমরা স্বাধীন দেশে বাস করছি, আমাদের এখানে গণতন্ত্র আছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? এখানে সরকার থেকে শুরু করে সব আছে, কিন্তু মানুষের অধিকার নেই।…গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা আছে দেশে।’

আয়োজক সংগঠন চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জা‌হিদ হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জহুরুল ইসলাম সাহাজাদা মিয়া, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, ম‌হিলা দ‌লের যুগ্ন সাধারণ সম্পাদক হে‌লেন জে‌রিন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মে‌য়ে নায়াবা ইউসুফও বক্তব্য রাখেন।

বিএনপির প্রয়াত নেতার প্রশংসা করে ফখরুল বলেন, ‘বাংলাদেশের বিরল প্রজাতির রাজনীতিবিদ যারা হারিয়ে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব চৌধুরী কামাল ইবনে ইউসুফ। যারা রাজনীতিকে সত্যিকার অর্থেই জনগণের কল্যাণে নিয়োজিত করেছেন। তারা নিজেদের ভাগ্য বৃত্ত পরিবর্তনের জন্য রাজনীতিতে যাননি। চৌধুরী কামাল ইবনে ইউসুফ তাদের একজন।’

এ বিভাগের আরো খবর