আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হক, রাজিব আহমেদ রাসেল ও মেহেদী হাসান রনি।
বৃহস্পতিবার আওয়ামী লীগের ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে।
নাজমুল হক বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। দলীয় সভানেত্রীর নির্দেশনা পালন এবং দলের লক্ষ্য বাস্তবায়নই হবে আমার অঙ্গীকার।’
মেহেদী হাসান রনি বলেন, ‘সারা দেশে লাখ লাখ নেতাকর্মীদের মধ্যে আমার মতো একজন কর্মীর পদ প্রাপ্তি অবশ্যই স্বীকৃতি ও আনন্দের বিষয়। স্বাধীনতা, দেশপ্রেম, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রশ্নে আমি অন্ধভাবে আপোষহীন থেকে আমৃত্যু কাজ করে যাব।’
রাজিব আহমেদ রাসেল বলেন, ‘নতুন এই দায়িত্বের মাধ্যমে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন সেটির সর্বোচ্চ প্রতিদান দেয়ার চেষ্টা করব।’
সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০১৯-২০২১ মেয়াদে কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
২০১৫ সালের ২৬-২৭ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে যে কমিটি করা হয়, তাতে সহসভাপতি ছিলেন এই তিন নেতা।