বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনুপ্রবেশকারী ছাঁটাই আ. লীগের চ্যালেঞ্জ: হাছান

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২০ ১৮:২৩

মন্ত্রী বলেন, দলের মধ্যে সুযোগ সন্ধানীরা নিজস্ব স্বার্থ হাসিলে কাজ করে; দলের ক্ষতি করে।

বিএনপির নেতিবাচক রাজনীতি মোকাবিলা ও আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের ছাঁটাই করাকে আগামী বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে বছরের শেষ দিন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দলের মধ্যে সুযোগ সন্ধানীরা নিজস্ব স্বার্থ হাসিলে কাজ করে; দলের ক্ষতি করে। এ ধরনের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দলীয় পদ থেকে বাদ দেয়া আওয়ামী লীগের লক্ষ্য।

‘অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেয়ার কাজটি আমরা শুরু করেছি। আগামী বছরেও সেটি অব্যাহত থাকবে।’

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘নিজেরা যখন অন্ধকারের মধ্যে থাকেন, তখন চারপাশ অন্ধকার দেখেন। বিএনপি নিজেরা সবসময় অন্ধকারের মধ্যে আছে। এ জন্য চারিদিকে অন্ধকার দেখছে।

‘যে অন্ধকারের মধ্যে তারা আছে, সেখান থেকে যে বাইরে আলো আছে, সেই আলোতে তারা আসার চেষ্টা করছে না।’

গত ১৪ বছর ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্ষমতাসীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন হাছান।

তিনি বলেন, আগামী বছরও তার কোনো ব্যত্যয় নয়।

সরকারের এই মুখপাত্র বলেন, ‘আমি আশা করি আগামী বছর বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবেন।’

তবে সেই ‘সম্ভাবনা ক্ষীণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতিকেও আগামী বছর আমাদের মোকাবিলা করতে হবে। আর সব বিষয় বিশেষজ্ঞের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা, সেটিকেও আমাদের মোকাবিলা করতে হবে।

‘এগুলো আমরা অতীতেও মোকাবেলা করেছি। আগামীতে আমাদের মোকাবিলা করতে হবে।’

নির্বাচন বাতিল নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে দলটির সমালোচনা করে হাছান বলেন, ‘বিএনপির যে নির্বাচন বাতিলের কথা, সেটা তো ২০০৮ সালের নির্বাচনের পর থেকে। নির্বাচন বাতিল, নতুন নির্বাচন প্রতি বছর বলে আসছে। প্রতি বছরের শেষান্তে তারা বলে আগামী বছর তাদের চ্যালেঞ্জের।

‘অবশ্য বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে আসলে জনগণের কাছাকাছি যেতে পারেনি; বরং জনগণ থেকে ক্রমাগতভাবে তারা দূরে সরে গেছে।’

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর দৃশ্যমান হওয়া এবং মানুষের মাথাপিছু আয় বাড়াকে ২০২০ সালে সরকারের সবচেয়ে বড় সফলতা বলে মনে করেন তথ্যমন্ত্রী।

‘বাংলাদেশের ২০২০ সালের অন্যতম বড় অর্জন হচ্ছে পদ্মা সেতু প্রায় হয়ে গেছে এবং সেটি নিজস্ব অর্থায়নে হয়েছে কোনো বৈদেশিক সাহায্য ছাড়া। বাংলাদেশের সবচাইতে বড় অর্জন হচ্ছে এই করোনাকালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ১৯০০ ডলার; সেটি থেকে বৃদ্ধি পেয়ে ২০৬৪ ডলারে উন্নীত হয়েছে।’

বিএনপি এসব উন্নয়ন চোখে দেখে না বলেই তারা অন্ধকারে আছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

‘এগুলো তারা দেখেন না। এ জন্য তারা অন্ধকারের মধ্যে আছে। চোখ থাকতেও তারা চোখ বন্ধ করে আছেন। আমি আশা করব আগামী বছর তারা চোখটা খুলবেন।’

এ বিভাগের আরো খবর