বাংলাদেশে গণতন্ত্র নেই অভিযোগ করে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্ত দেয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে বুধবার ঢাকায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে নুরের সংগঠন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ।
এই দিনটিকে ‘ভোটাধিকার হরণ দিবস’ হিসেবে পালন করেছে সংগঠনটি। তাদের অভিযোগ, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে।
পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার, হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয় পরিষদের মিছিল। সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে নুর বলেন, ‘পৃথিবীর ইতিহাসে রক্ত এবং ত্যাগ ছাড়া কোন আন্দোলন সফল হয়নি, অধিকার আদায় হয়নি। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ৫২, ৭১, ৯০ এর মতো আরেকবার আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে।’
বুধবার ঢাকায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে নুরের সংগঠন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ। ছবি: নিউজবাংলা
তিনি বলেন, ‘সরকারের সময় শেষ হয়ে আসছে। জনগণকে রাজপথে নামতে হবে। জনগণ রাজপথে নামলে স্বৈরাচারী ও তার দোসররা দেশ ছেড়ে পালাবে।’
৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে অভিযোগ করে তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারের কাছে দেশে আজ কেউই নিরাপদ নয়। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি খুন হয়েছে, পুলিশ সেনাবাহিনীর এক জন মেজরকে গুলি করে মারল, ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার, বিশ্বজিতের মতো অসংখ্য মানুষকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, বিজয়ের ৫০ বছরেও তা অর্জিত হয়নি। ক্ষমতাকেন্দ্রীক সংঘাত-সহিংসতার রাজনীতিই এর কারণ।’