বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খরগোশ সচেতন, জেতার দিন নেই কচ্ছপের: কাদের

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৩

কাদের বলেন, ‘খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, তাহলে বলব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির সোনালি সোপানে।’

‘খরগোশ এখন সচেতন’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপদের জেতার দিন আর নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মঙ্গলবার সকালে নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে কাদের এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।’

তিনি বলেন, ‘খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, তাহলে বলব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির সোনালি সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগে আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোনো সুযোগ নেই।’

ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে খরগোশ ও কচ্ছপের গল্পের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রতিযোগিতায় জয় হয় কচ্ছপেরই।

ব্রিফিংয়ে পৌরসভার প্রথম ধাপের ভোটে আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল জয় শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন কাদের।

তিনি বলেন, ‘ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছেন, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। গতকাল অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে।’

‘২৩টি পৌরসভার ঘোষিত ফলের দুটিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। মনগড়া অভিযোগ না করে, মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকেও ধন্যবাদ’, যোগ করেন তিনি।

প্রতিটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জনগণের আস্থা বেড়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এ পদ্ধতিতে ভোট দিয়ে মানুষ স্বস্তি প্রকাশ করেছে। বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এ পদ্ধতিতে জয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তিনির্ভরতায় অনিয়মের সুযোগ নেই।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্র মতে, পৌরসভাগুলোতে ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট পড়েছে। জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ, তা আজ অসার প্রমাণিত হয়েছে।’

এ সময় পৌর নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানান কাদের। ভোটের ‘সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রেখে’ প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান তিনি।

এ বিভাগের আরো খবর