বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমলারা রাজনীতিতে, রাজনীতিকরা লাইনে: জি এম কাদের

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৭:২৪

‘সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছেন জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজ-কর্মে এমপি সাহেবদের খবরই নেই, আর সচিব সাহেবরা সব কাজ করেন। মন্ত্রী মহোদয়রা শুধু জানতে চান।’

রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই বলে মনে করেন সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘রাজনীতির মাঠে খেলছেন আমলারা। রাজনীতিবিদরা লাইনে বসে খেলা দেখছেন।’

রোববার বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছেন জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজ কর্মে এমপি সাহেবদের খবরই নেই, আর সচিব সাহেবরা সব কাজ করেন। মন্ত্রী মহোদয়রা শুধু জানতে চান।’

জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন উল্লেখ করে তিনি বলেন, ‘তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আমলারা হচ্ছে রোবটের মত। তারা একটি গণ্ডির ভেতরে কাজ করতে অভ্যস্ত। আমলারা রাজনীতিবিদদের মত সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন না।’

নির্বাচিত প্রতিনিধিদের মূল্য দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনই মঙ্গলজনক হবে না।’

সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় ক্ষমতা দখল করা তার ভাই এরশাদ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে দেশ পরিচালনা করেছেন বলেও দাবি করেন জি এম কাদের।

বলেন, “তখন উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চেয়ারম্যানদের অধীনে আমলারা কাজ করেছেন। জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করেছেন আমলারা। কিন্তু এখন উল্টে গেছে সবকিছু। উপজেলা চেয়ারম্যান হচ্ছেন ‘চেয়ারম্যান’, মানে চেয়ারে বসে থাকবেন। আর উপজেলা পরিষদ চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার।”

তিনি আরও বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের কথা ইউএনও সাহেব শুনলে ভালো, না শুনলে কিছুই করার নেই।’

জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এ বিভাগের আরো খবর