বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শয়তানকেও টপকে সরকার-নির্বাচন কমিশন: রিজভী

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৭:১২

‘গণতন্ত্র ধ্বংসে নব্য বাকশালী সরকার ও তাদের মোসাহেব নির্বাচন কমিশনের অপকর্ম শয়তানকেও টপকে গেছে। এই অপকর্মের বিচার একদিন হবেই।’

ভোটের নামে সার্কাস চলছে অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, একদিন না একদিন এর বিচার হবে।

২৫ পৌরসভায় ভোটের আগের দিন দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র বলেন, ‘নাৎসীবাদী আওয়ামী সরকারের নিষ্ঠাবান খাদেম নির্বাচন কমিশনের কারণেই দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনে রক্ত ঝরছে।’

এখন দুষ্কৃতিকারীরাই আওয়ামী লীগ করে অভিযোগ করে রিজভী বলেন, ‘জনগণ এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পেশাদার ঘাতক, লুণ্ঠনকারী, নিপীড়নকারী ও অন্যের সম্পদ হরণকারীদের দ্বারাই এখন আওয়ামী লীগ চলছে। সুতরাং বাংলাদেশে ৭১ এর ৯ মাসে যে পরিবেশ বিরাজ করছিল, এখন বাংলাদেশে সেই পরিবেশই বিরাজ করছে।’

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে বিএনপি নেতা বলেন, ‘গণতন্ত্র ধ্বংসে নব্য বাকশালী সরকার ও তাদের মোসাহেব নির্বাচন কমিশনের অপকর্ম শয়তানকেও টপকে গেছে। এই অপকর্মের বিচার একদিন হবেই।’

তিনি বলেন, ‘নিশিরাতের ভোটের সরকার ও বেহায়া নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় এখন চলছে নির্বাচনি সার্কাস। আগের রাতে ভোট হলেও, ভোটাররা ভোটকেন্দ্রে না গেলেও, অথবা কোনো কেন্দ্রে শতভাগের বেশি জোরপূর্বক ভোট কাস্টিং করলেও সরকার ও কমিশনের বয়ান একই যে, ভোট সুষ্ঠু হয়েছে। তারা এই বয়ানটি পূর্বেই টাইপ করে রাখে।’

সুষ্ঠু নির্বাচন নিয়ে কেউ যেন কথা বলতে না পারে, সে জন্য বর্তমান সরকার দেশজুড়ে সশস্ত্র ক্যাডার মোতায়েন করেছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বলেন, ‘বিরোধী দলের যে কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হয়।

‘বিনাভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া। ওরা নির্বাচন ঘোষণা করবে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের কেউ যদি সাহস করে নির্বাচনে নামে, তাহলে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়্গ।’

২০১৮ সালের জাতীয় নির্বাচনের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্ব জানে যে, বাংলাদেশে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতেই হয়েছে। গণমাধ্যমসহ সকল মাধ্যমে তা প্রকাশিত হলেও সরকারের ভাঁড় প্রধান নির্বাচন কমিশনার এখনও নির্লজ্জ মিথ্যাচার করছে। এই ইসির অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ৪২ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে ৪২ নাগরিকের চিঠি নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘ইসির অপকর্মের শাস্তির যে দাবি নাগরিক সমাজ করেছেন, তা এড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ আওয়ামী নেতারা গায়ের জোরে সত্যকে চাপা দিতে চাচ্ছে।’

এ বিভাগের আরো খবর