বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদল চান কাদের

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৬:০৪

‘দেশের জনগণও চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। তারা (বিএনপি) স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় রাজনীতি করুক।’

সরকার শক্তিশালী বিরোধী দল চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। বলেছেন, সে বিরোধী দল হতে হবে দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।

সরকার দেশকে বিএনপিশূন্য করতে চায় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগকে অবান্তর বলেও উড়িয়ে দিয়েছেন সরকারি দলের সাধারণ সম্পাদক।

বলেন, ‘সরকার বিএনপিকে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকায় দেখতে চায়।

‘সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, সমৃদ্ধ আগামী গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দায়িত্বশীল বিরোধীদল চায়।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশের জনগণও চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। তারা (বিএনপি) স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় রাজনীতি করুক।’

রোববার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য রাখছিলেন ওবায়দুল কাদের।

‘বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রের অভিযাত্রায় গুণগত পরিবর্তন আসে’ উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘একদলীয় কোনো চর্চা সরকারের কাজ ও মনস্তত্ত্বেও নেই।’

তবে বিএনপির আন্দোলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘জনগণ ও রাষ্ট্রের সম্পদ আগুনে যারা পোড়ায়, সন্ত্রাসনির্ভরতা যাদের আন্দোলনের চালিকাশক্তি, তাদের হাত থেকে জনগণের প্রাণ আর সম্পদের সুরক্ষা করা সরকারের দায়িত্ব। আন্দোলন আর সহিংসতা এক কথা নয়।’

বিএনপি ভোটে অংশ নিয়েও সর্বাত্মক লড়াই করে না বলে মনে করেন কাদের। বলেন, বিএনপি আগেই হেরে যায়। এর কারণ, তাদের আত্মবিশ্বাসের অভাব।

আগের দিন ঠাকুরগাঁওয়ে এক মত বিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হবে না জেনেই তারা এতে অংশ নিয়েছেন। তার দাবি, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন যতদিন থাকবে ততদিন ভোট সুষ্ঠু হবে না।

জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তাতে অংশ নিয়েছিল।

‘বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত ও বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রকে সংকটে ফেলতে চেয়েছিল। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল বলেই সমগ্র বাংলাদেশে আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।’

বিভাগ স্বাধীনভাবে কাজ করছে দাবি করে সড়ক মন্ত্রী বলেন, উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

‘আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই সরকার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না বরং বিএনপিই দ্বিচারিতার আশ্রয় নেয় আইন-আদালতকে ঘিরে। তারা মামলায় জিতলে বলে বিচার বিভাগ স্বাধীন আর হারলে বলে সরকার হস্তক্ষেপ করেছে’-বলেন ওবায়দুল কাদের।

এ বিভাগের আরো খবর