বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাস্কর্য কোনো ইস্যু না: জাতীয় পার্টি

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২০ ২১:১২

যখন মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে ভাস্কর্য হবে কি হবে না, এটা মানুষের দৃষ্টি সরানোর জন্য একটা ব্যবস্থা বলে আমরা মনে করি। আমরা গণমানুষের ইস্যু নিয়ে কথা বলি। গণ মানুষের কাছে এটা কোনো ইস্যু না: জিয়াউদ্দিন আহমেদ বাবলু

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ালেও জনগণের সমস্যার কাছে এটা কোনো ঘটনা নয় বলে মনে করে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

এই বিষয়ে চুপ কেন দল- এমন প্রশ্নে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, 'যখন মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে ভাস্কর্য হবে কি হবে না, এটা মানুষের দৃষ্টি সরানোর জন্য একটা ব্যবস্থা বলে আমরা মনে করি।

'আমরা গণমানুষের ইস্যু নিয়ে কথা বলি। গণ মানুষের কাছে এটা কোনো ইস্যু না।'

সোমবার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সভা শেষে বাবলুর কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

আস্থা নাই তাই কেন্দ্রে যায় না ভোটার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ নিয়ে এক প্রশ্নে জাপা মহাসচিব বলেন, 'তারা (বিশিষ্ট ব্যক্তি) আমাদের বক্তব্য তুলে ধরেছেন। আমরা রাজনীতিবিদ, আমরা সবার আগে বক্তব্য দেব। দেশের নাগরিকরা রাজনীতিকদের কাছ থেকে শিক্ষা নেয়। আমরা সেই রাজনৈতিক দল, যারা প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথা তুলে ধরেছি।’

সাম্প্রতিক সময়ের দুটি নির্বাচন তুলে ধরে বাবলু বলেন, ‘এই যে করোনার কিছুদিন আগে ধানমন্ডিতে নির্বাচন হলো। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, মাত্র দুই পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে। তাহলে বাকি ভোটগুলো গেল কোথায়?

‘ডেমরাতে নির্বাচন হয়েছে সেই আসনে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী মাত্র ১০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। এটা হলো নির্বাচন সম্পর্কে আস্থাহীনতা।’

বাবলু বলেন, ‘যেখানে ২ শতাংশ, ১০ শতাংশ ভোট হয়। সেখানে নির্বাচন কমিশনের অবস্থা কী সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন।’

তিনি বলেন, ‘এখন নির্বাচনের ওপর মানুষের আস্থা নেই। মানুষ ভোটকেন্দ্রে যায় না।’

রাজনৈতিক দল হিসেবে এই ব্যর্থতার দায় নেবেন কি না- এমন প্রশ্নে বাবলু বলেন, ‘আমরা গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই চাই। স্বাধীন নিরপেক্ষ এবং স্ব-শাসিত নির্বাচন কমিশন ছাড়া এটা সম্ভব না। যেখানে নির্বাহী বিভাগের কোন ইন্টারফিয়ারেন্স থাকবে না।'

তিনি বলেন, ‘শুধু নির্বাচন কমিশন না, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।’

এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পার্টি অংশ নেবে কি না জানতে চাইলে মহাসচিব বলেন, ‘আমরা কেন নির্বাচনে অংশ নেব না? আমরা অবশ্যই নির্বাচন করব।’

জাতীয় পার্টি কখনও ভোট বর্জন করে না উল্লেখ করে বাবলু বলেন, ‘আমরা নেতিবাচক কোনো রাজনীতি করি না আমরা ইতিবাচক, রাজনীতি করি।’

দলের সাবেক মহাসচব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা, ফয়সাল চিশতী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর