বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে ছোট করলে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর গার্ডেন রোড এলাকায় দুস্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা শেখ মুজিবুর রহমানের অবদানকে ছোট করছি না। কিন্তু তারা যখন ওই ক্রান্তিকালে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই মেজর জিয়াউর রহমানকে ছোট করেন, তখন আমরা ব্যথিত হই, জনগণ ব্যথিত হয়।’
মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতে চান না জানিয়ে রিজভী বলেন, ‘বিজয় দিবস ও স্বাধীনতা দিবসকে আমরা রাজনীতিকরণ করতে চাইনি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশের দামাল ছেলেরা বিজয় ছিনিয়ে এনেছিলেন। এটা কোন দলেরও একক কৃতিত্ব নয়, কোন ব্যক্তির একক কৃতিত্ব নয়।’
দেশের বর্তমান পরিস্থিতিতে কথা বলা যায় না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘কথা বলা যায় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে দেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দেশ চলতে পারে না।’
দেশে একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক মহামারি চলছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘জনগণের পাশে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কারও জীবনের নিরাপত্তা নেই। যেকোনো সময় যে কেউ গুম হতে পারে, বিচারবহির্ভূত হত্যার শিকার হতে পারে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের নেতা আজিজুর রহমান মুসাব্বির শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।