বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোখ বুজে ধ্যানে সরকার: রিজভী

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৭

রিজভী বলেন, ‘অক্সিজেনের অভাবে মায়ের কোলেই সন্তান মারা যাচ্ছে। বিভিন্ন হাসপাতাল থেকে করোনা রোগীকে ফেরত পাঠানো হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার যেন চোখ বুজে ধ্যান করছে।’

করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিয়ে সরকার চোখ বুজে ধ্যান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দেশে করোনার সংক্রমণ জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। করোনা নিয়ে সরকার তথ্য গোপন করে অতি সামান্য আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে।

‘অথচ প্রধানমন্ত্রীসহ নেতা-মন্ত্রীরা নিরাপদে আইসোলেশনে থেকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। আর সাধারণ মানুষ বিনা চিকিৎসায় ভেন্টিলেটর, অক্সিজেন, হাসপাতালের বেড ইত্যাদির অভাবে কাতরাচ্ছে। ঢাকাসহ কোথাও আইসিইউ খালি নেই।

‘অক্সিজেনের অভাবে মায়ের কোলেই সন্তান মারা যাচ্ছে। বিভিন্ন হাসপাতাল থেকে করোনা রোগীকে ফেরত পাঠানো হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার যেন চোখ বুজে ধ্যান করছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘বিজয়ের ৪৯ বছর পরও বাস্তবতা হলো, স্বাধীন দেশের নাগরিক নিজ দেশেই পরাধীন। শুধু পরাধীনই নয়, ধীরে ধীরে দেশের ভৌগোলিক স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে।

‘একটি রাষ্ট্র কতটা উন্নত, সভ্য, টেকসই তা নির্ভর করে রাষ্ট্রটির সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে কতটা স্বাধীন তার ওপর। কিন্তু এক ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে।’

করোনাকালে পরীক্ষা না নিয়ে সবাইকে পাস করানোরও সমালোচনা করেন রিজভী। বলেন, ‘অটো পাস, ফটোকপি পাস এসব করে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দেশের লক্ষ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো ভিশন নেই বলেই তারা অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘করোনার কারণে বিশ্বের সব দেশই একটি অপ্রত্যাশিত সময় পার করছে। কোয়ারেন্টিন বা লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা। চলছে ভ্যাকসিন কেনার প্রস্তুতি ও প্রতিযোগিতা। বিকল্প পন্থা অবলম্বন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চালু রাখা হয়েছে।

‘অনলাইন বা বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রেখেছে দেশগুলো। শিক্ষার হাব নামে পরিচিত ব্রিটেন, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাসহ কোনো দেশেই অটো পাস দেয়া হয়নি। মেধা মূল্যায়নে পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষাই রাখা হয়েছে।

‘কিন্তু বাংলাদেশ চলছে সম্পূর্ণ উল্টো পথে। করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি মানুষ জানে, অটো পাস ব্যবস্থা গ্রহণ করে অবৈধ সরকার জোর করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। নিশিরাতে অটো পাস সরকার বরাবরই নিজের ব্যর্থতা ঢাকতে একেকবার একেকটা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে মানুষ ও গণমাধ্যমকে ব্যস্ত রাখে।’

এ বিভাগের আরো খবর