প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝার চেষ্টা করতে বিএনপির নেতা-কর্মীকে পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বলেছেন, শেখ হাসিনাই তাদেরকে ভালো রেখেছেন, যেমন ভালো রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
বিজয় দিবসে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন মেয়র।
তাপস বলেন, ‘শেখ হাসিনা আছে, তার মানে আপনাদের রাখবে, যেমন খালেদা জিয়াকে রেখেছেন। এই সব গৃহযুদ্ধের কথা বলবেন না। শেখ হাসিনা আছে তাই আপনারা আছেন। সে না থাকলে আপনারা উড়ে যাবেন।’
জিয়াউর রহমানকে বিএনপি স্বাধীনতার ঘোষক বলায় তাদেরকে কটাক্ষও করেন মেয়র। বলেন, ‘একজন বেতার কেন্দ্র থেকে কথা বলল, আর দেশ স্বাধীন হয়ে গেল? আমরা কি বোকার স্বর্গে বাস করি?’
ধর্ম নিয়ে অপব্যাখ্যা না দিতে ধর্মভিত্তিক দলগুলোকে পরামর্শও দিয়েছেন মেয়র। বলেন, ‘আমি নিজের ইচ্ছায় তিনটা ভাষা শিখেছি; বাংলা, ইংরেজি আর আরবি। আমি তো ঘরে বসে নিজের ইচ্ছায় আলিফ, বা, তা, ছা শিখেছি। আর আপনি ব্যাটা জোর করে মাদ্রাসায় গিয়ে শিখে বলেন আমার চেয়ে বড় ইসলাম ধর্ম পালন করেন? কিছু হলেই দুই কলম হাদিস দেখায় দেন।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোনো দুর্নীতির জায়গা থাকবে না বলেও ঘোষণা দেন মেয়র। বলেন, ‘আমরা মৌলবাদী উৎখাত করব, দুর্নীতি উৎখাত করব।’
আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আজ শেখ হাসিনার বাংলাদেশ। ২০০৮ সাল পর্যন্ত আমাদেরকে ধুঁকতে হয়েছে। কিন্তু শেখ হাসিনা আসার পর সব পরিবর্তন হতে শুরু করল। আজ আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, যোগাযোগে স্বয়ংসম্পূর্ণ।
ডিএসসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
‘জাতির পিতা এইগুলো দেখে যেতে পারেননি। …তার কন্যা আজ সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা আমাদের নেতাকে সমুন্নত রাখতে চাই।’
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও কথা বলেন মন্ত্রী। বলেন, ‘যখন তারা ভাস্কর্যে আঘাত করে তখন আমাদের হৃদয়ে লাগে। আবার দরকার হলে ৭১ এর মতো আমরা ঝাঁপিয়ে পড়ব।’
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে চেয়েছিলেন। আজ তা সম্ভব হয়েছে। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। এই সেতু চালু হলে প্রবৃদ্ধির হার ১.২ ভাগ বেড়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ পূরণ হচ্ছে।’