বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযুদ্ধের ‘প্রকৃত’ ইতিহাসে আ. লীগের লজ্জা: বিএনপি

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২০ ২১:৫৫

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন দেশে ফেরত এসে স্বাধীনতার গল্প শুনেছে। এ দেশ কীভাবে স্বাধীন হয়েছে, কারা স্বাধীন করেছে, কে স্বাধীন করেছে- সেই গল্প তারা শুনেছে।

মুক্তিযুদ্ধের ‘প্রকৃত’ ইতিহাস জনগণ জানলে আওয়ামী লীগ লজ্জা পাবে বলে বিজয় দিবসে বিএনপির এক আলোচনায় মন্তব্য করা হয়েছে।

বিজয়ের ৪৯ তম বার্ষিকীতে বুধবার সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে গায়ের জোরে সরকার ইতিহাসকে পাল্টে দিতে চায়।’

তিনি বলেন, ‘ইতিহাসকে পাল্টে দিতে চায়, কেন না তারা জানে, যখন মানুষ প্রকৃত ইতিহাস জানবে তখন আওয়ামী লীগের লজ্জায় পড়া ছাড়া কিছু পাবে না। আওয়ামী লীগের কোনো বক্তব্য থাকবে না। তাই তারা জোর করে আজকে ইতিহাসের পাতা থেকে সত্যকে মিথ্যা দিয়ে, ন্যায়কে অন্যায় দিয়ে ঢেকে দিয়ে ইতিহাসকে বিকৃত করছে।'

স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, ‘দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রের লেবাসে একটা কর্তৃত্ববাদী স্বৈরতন্ত্র দেশে চালু আছে। এ জন্য আজকে তিনটি এজেন্ডা আমাদের সামনে এসে পড়েছে। একটা সংগঠন, আরেকটা আন্দোলন এবং শেষে নির্বাচন।’

‘আন্দোলন ও নির্বাচনের জন্য আমাদেরকে জাতীয় ঐক্যের প্লাটফর্ম তৈরি করতে হবে এবং দেশের সকল গণতন্ত্রমনা, গণতান্ত্রিক শক্তিসমূহকে এক সঙ্গে করতে হবে। পেশাজীবী-বুদ্ধিজীবী সকলকে নিয়ে এক ঐক্যের প্লাটফর্ম তৈরি করে আন্দোলনের সূচনা করতে হবে।'

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ইতিহাসে জিয়াউর রহমান এমন একটি নাম যার ছবি পাহারা দিতে হয় না। আর অন্যের ছবি পাহারা দিতে হয়।’

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন দেশে ফেরত এসে স্বাধীনতার গল্প শুনেছে। এ দেশ কীভাবে স্বাধীন হয়েছে, কারা স্বাধীন করেছে, কে স্বাধীন করেছে- সেই গল্প তারা শুনেছে।

‘কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন। স্বাধীনতার ইতিহাসের নায়ক এককভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরে সঙ্গীসাথী ও অন্যান্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা।'

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির আবদুল মঈন খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু৷

এ বিভাগের আরো খবর