দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
সোমবার বিকেলে তাদের এই নোটিশ দেয়া হয়েছে। তাদের ৭২ ঘণ্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
সোমবারই দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এই বিক্ষোভে পরিচিত মুখ বলতে দুই জনকেই দেখা গেছে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা সেরে সেখানে যোগ দেন বিএনপির পেশাজীবী নেতা ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম।
সেখানে বিএনপি আমলের সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সাংবাদিক শওকত মাহমুদের পাশাপাশি তাকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাফিজ উদ্দিন ও শওকত মাহমুদকে শোকজ করা হয়েছে। তাদের ৭২ ঘণ্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।’
ঠিক কী কারণে শোকজ- জানতে চাইলে রিজভী বলেন, ‘সংগঠনে বিভ্রান্তি সৃষ্টি ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে তাদেরকে শোকজ করা হয়েছে।’
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে চাননি। তিনি বিষয়টিকে দফতর থেকে জেনে নেয়ার পরামর্শ দেন।