বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ: কাদের

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২০ ১৭:২৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।’

বিএনপি দেশের রাজনীতিতে মস্তান চক্রের জনক মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলটির হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ।

শনিবার বগুড়ায় আদমদিঘী উপজেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ক্ষমতাসীন দলের এই শীর্ষ নেতা।

কাদের বলেন, ‘বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।

‘বিএনপি নেতারা মুখে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বললেও জন্ম থেকে অগণতান্ত্রিক চর্চাই তাদের ঐতিহ্য। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ।’

বিএনপি মাস্তানি করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে কাদের বলেন, ‘হিজবুল বাহারে নিয়ে যারা মেধাবী ছাত্রদের বিপথে নিয়ে গিয়েছিল, অস্ত্র হাতে তুলে দিয়ে হাজার হাজার মেধাবী তরুণকে বিপথগামী করেছিল, তারাই তো মাস্তানি করে এখন জনবিচ্ছিন্ন।’

‘মাস্তানি বিএনপির হাতিয়ার, তাদের রাজনীতির সঙ্গে দেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতা জানান, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই।

‘অযথা দূতাবাসে ছুটাছুটি, গোপন সভা আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে লাভ হবে না। সময় হলে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’

কর্ণফুলী টানেলের কাজ ৬১ ভাগ শেষ

শনিবার চট্টগ্রামে কর্নফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজের উদ্বোধন করেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি জানান, টানেলের কাজ ৬১ শতাংশ শেষ হয়েছে।

‘কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। টানেল নির্মাণ হলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই শহরের মতো ওয়ান সিটি টু টাউন মডেল হিসেবে গড়ে উঠবে।’

এ টানেল ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে বলে জানান কাদের।

২০১৯ সালে ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪ শত কোটি টাকা।

টানেলটি চট্টগ্রামের নগরের পতেঙ্গা থেকে শুরু হয়ে আনোয়ারার সঙ্গে যুক্ত হবে। টানেলের দৈর্ঘ্য হবে ৩ হাজার ৪০০ মিটার; নদীর তলদেশে দুটি টিউব দিয়ে গাড়ি যাওয়া আসা করতে পারবে। প্রতিটি টিউবের প্রস্থ হবে ১০ দশমিক ৮ মিটার। টানেল নির্মাণ হয়ে গেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৩৪ কিলোমিটার।

এ বিভাগের আরো খবর