বিএনপি নেতাকর্মীদের পদ্মা সেতুতে না ওঠার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাবেক মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে। আপনারা কেউ পদ্মাসেতুতে উঠবেন না। এই সেতু ভেঙে পড়বে।
‘আমি চাই, খালেদা জিয়া আরও কিছু দিন বাঁচুক। তিনি যে দিন সেতুতে উঠবেন, আমি জিজ্ঞাসা করব, আপনি (খালেদা জিয়া) আপনার ওয়াদা রক্ষা করছেন না কেন? আমি বিএনপির নেতাকর্মীদের বলি, আপনারা আপনাদের নেত্রীর নির্দেশ মতো পদ্মা সেতুতে উঠবেন না।’মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সবাই দেশের উন্নয়ন দেখতে পেলেও কিছুই দেখতে পান না খালেদা জিয়া।’শুক্রবার কুষ্টিয়া রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদও জানান শাজাহান খান। তিনি বলেন, ‘ভাস্কর্য একটা শিল্প। পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, আরব-আমিরাতসহ বিভিন্ন ইসলামিক দেশেও ভাস্কর্য আছে। চট্টগ্রামের সাবেক সার্কিট হাউজে জিয়াউর রহমানের ভাস্কর্য আছে। বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা থাকাকালে মিন্টু রোডের বাসভবনে জিয়াউর রহমানের ভাস্কর্য ছিল। কিন্তু তখন তো আপনারা কেউ কোনো কথা বলেননি।’আলেম সমাজের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, ‘আপনারা কোনোদিন বঙ্গবন্ধুর হত্যার বিচার চাননি। আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। আপনারা ধর্মকে ব্যবহার করেন নিজেদের স্বার্থে। আপনারা ধর্মকে ব্যবহার করেন মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা ইসলামকে কখনো ইসলামের স্বার্থে ব্যবহার করেননি।’আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ।