বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন যুবলীগ নেতা নিক্সন চৌধুরী। বলেছেন, স্পর্ধা দেখে বিস্মিত তিনি।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীতে বিক্ষোভ করে যুবলীগ। এতে অংশ নেন ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, যিনি সম্প্রতি যুবলীগের প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘তাদের এত বড় স্পর্ধা তারা আমাদের জাতির জনককে অপমান করে!
‘যাদের নির্দেশে আমাদের অস্তিত্বে হাত দেয়া হয়েছে, তারা যত বড়ই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদের বিচার করতে হবে।’
মৌলবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে যুবলীগ নেতা বলেন, ‘ওয়াদা করলাম, আজকে থেকে আমরা রাজপথে থাকব, মাঠে থাকব। যতদিন পর্যন্ত না আমরা ঐ নব্য রাজাকার-মৌলবাদীদের এ দেশ থেকে বিতাড়িত করতে পারছি।
‘আজকে থেকে যুব সমাজকে শপথ করতে হবে, যেখানে মৌলবাদ পাব সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করব।’
সমাবেশের আগে জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় মিছিল করে যুবলীগ। এতে যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে যুব মহিলা লীগও। এ সময় তারা নানা প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা 'সংবিধান লঙ্ঘনকারীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও' এমন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি সাবিনা ইসলাম তুহিন।
মৎস্যজীবী লীগও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।