বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০২১ সালে প্রধানমন্ত্রী প্রথমে খালেদা, পরে তারেক: দুদু

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ১৯:১২

‘ডিসেম্বরটা পার হোক, তারপরে নতুন বছর আসবে। নতুন বছরে আমরা ধারাবা‌হিকভাবে দুই জন প্রধানমন্ত্রী পা‌চ্ছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।’

নতুন বছরে দেশে নতুন সরকার আসবে ব‌লে ভবিষ্যৎবাণী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেছেন, এই বছরে দেশের প্রধানমন্ত্রী হবেন দুই জন। প্রথমে দায়িত্ব নেবেন বেগম খালেদা জিয়া এবং পরে তার ছেলে তারেক রহমান।

গণ আন্দোলনে সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের ৩০ তম বার্ষিকীতে রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এই ভবিষ্যতবাণী করেন দুদু।

২০০৬ সালে সে সময়ের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়ার পর বিএনপি আর সরকারে ফিরতে পারেনি। ২০০৭ সালের জানুয়ারিতে জরুরি অবস্থা জারির প্রায় দুই বছর পরের নির্বাচনে তাদের ভরাডুবি হয়। ২০১৪ সালের জাতীয় নির্বাচন তারা বর্জন করে। আর ২০১৮ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বাজে ফল করে।

এর মধ্যে দুইবার সরকার পতন আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফিরে বিএনপি। আবার দুর্নীতির দুই মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে ১৭ বছর। দুর্নীতির দুটির পাশাপাশি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারেক রহমানের।

দুদু বলেন, ‘ডিসেম্বরটা পার হোক, তারপরে নতুন বছর আসবে। নতুন বছরে আমরা ধারাবা‌হিকভাবে দুই জন প্রধানমন্ত্রী পা‌চ্ছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া ও আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে এত ভয় পান কেন? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন। তার বাসাটাও একটা কারাগার। তারেক রহমানকে আসতে দেন না কেন? আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তবে বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমানও প্রধানমন্ত্রী হবেন।’

বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে অভিযোগ করে দুদু বলেন, ‘তাদের তো সম্মান করার কিছু নাই। তাকে (শেখ হাসিনা) তো প্রাইম মিনিস্টার বলার কোনও কারণ নাই। যদি তাকে সম্মান করি, সেটা যদি শেখ মুজিবের নামেও করি, আওয়ামী লীগের নামেও করি তা হলেও তো সত্যটা আড়াল হয়ে যায় না।’

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‌ ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এ বিভাগের আরো খবর