শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদেশে কোনো দিন মৌলবাদী নীতির ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
শুক্রবার বনানিতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
‘যতদিন যুবলীগ আছে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আছে ততদিন মৌলবাদী নীতি বিস্তারের প্রশ্নই উঠে না। এ মাটিতে ধর্মান্ধতার কোনো জায়গা নেই, মৌলবাদের কোনো জায়গা নেই।’
শেখ ফজলুল হক মণির আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অগাধ বিশ্বাস এবং তার সংগ্রামী জীবনকে অনুসরণ করে যুব সমাজকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরশ।
‘জননেত্রী শেখ হাসিনা যে ত্যাগ-তিতীক্ষা করে যাচ্ছেন, আমাদের সেই আদর্শে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের যুবসমাজ প্রগতিশীল রাজনীতিকে ধারণ করবে, বহন করবে। আমাদেরকে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ নিয়েই এগিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি, মুজিববাদের আদর্শ। আমাদের সংবিধানের মূল চারটি স্তম্ভের মধ্যে একটি।’
ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুবলীগের চেয়ারম্যান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যুবলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন। ছবি: নিউজবাংলা
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহিন, আবু আহমেদ নাসিম পাবেল, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মো. হাবিবুর রহমান পবন, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক, কাজী মো. মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।