সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে ‘গরিব’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দাবি করেছেন, তার নেত্রী এখন বাসা ভাড়াও পরিশোধ করতে পারেন না। তাই বাড়িওয়ালা নোটিশ দেয়।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার পরিবারের জন্য কিছুই রেখে যাননি দাবি করে বিএনপি নেতা বলেন, নিজের বাড়ি নেই বলে তাদের নেত্রীকে এখন অন্যের বাড়িতে থাকতে হয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন গয়েশ্বর। পুরান ঢাকার বংশালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে করা স্কুলের নাম পাল্টানোর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপকার হলেন জিয়াউর রহমান। কিন্তু তার আজকে কিছুই নাই। তিনি কিছু রেখে যান নাই। বাংলাদেশে খালেদা জিয়ার চেয়ে আর গরিব কেউ নেই। নিজের একটা বাড়ি নেই। ভাড়া বাড়িতে থাকেন। প্রায়ই নোটিশ দেয় ভাড়া পরিশোধ করার।’
বিএনপি দাবি করে আসছে, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর থেকে তার বাড়ি ভাড়া বকেয়া পড়েছে।
বিএনপি নেত্রী গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকছেন, যার নাম ফিরোজা। ২০১০ সালে মাসিক ১০ লাখ টাকায় বাড়িটি ভাড়ায় ব্যবহার করছিল ইন্টারন্যাশনাল ক্লাব। ২০১১ সালে তিন বছরের জন্য বাড়িটি ভাড়া নেন বিএনপি নেতা মোছাদ্দেক আলী ফালু। যার ভাড়া ঠিক হয় তির লাখ টাকা। ভাড়া বাড়ি হিসেবে প্রথম দফায় তিন বছরের মেয়াদ শেষ হয় ২০১৩ সালে। এরপর কয়েক দফায় নবায়ন করা হয় বাড়িটির চুক্তি।
গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকছেন খালেদা জিয়া, যার নাম ফিরোজা
খালেদা জিয়ার নিজের নামেও একটি বাড়ি আছে। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে ১৯৬ গুলশান এভিনিউয়ে দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়ি বরাদ্দ দেন বিএনপি নেত্রীকে। সেটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন।
বিএনপি নেত্রীর আরও একটি বাড়ি ছিল, যেটির দখল তিনি হারিয়েছেন। ১৯৮১ সালের ১৩ জুন এরশাদ সেনাপ্রধান থাকাকালে ঢাকা সেনানিবাসে প্রায় ৯ বিঘা (২ দশমিক ৭২ একর) জমির ওপর নির্মিত বাড়ি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়া হয়। তবে আইনি লড়াইয়ে হেরে ২০১০ সালের ১৩ নভেম্বর সে বাড়ি থেকে উচ্ছেদ হন বিএনপি নেত্রী। তখন তিনি গিয়ে ফিরোজায় উঠেন।
বংলাশে স্কুল থেকে জিয়াউর রহমানের নাম বাদ দেয়ার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় (চেক পাঞ্জাবি পরা)
গয়েশ্বর জানান, বিশেষ বিবেচনায় মুক্ত তার নেত্রী মাসে ৫০ হাজার টাকার বেশি ব্যাংক থেকে তুলতে পারছেন না। তিনি বলেন, ‘ঢাকা শহরে একটি দলের নেত্রী খলেদা জিয়ার মত মানুষ কি ৫০ হাজার টাকায় চলতে পারে? তার চিকিৎসাসহ অন্যান্য খরচ মেটাতে পারে?’
তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়ার যা সম্পত্তি আছে তা বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে। তাইলে তার একাউন্ট কেন সিজ করা হয়? কেনো তিনি একাউন্ট থেকে ৫০ হাজার টাকার বেশি উঠাতে পারেন না?’
দলের শীর্ষ নেতাদের মধ্যে মির্জা আব্বাস, ইকবাল হোসেন টিপু, নজরুল ইসলাম খান, কামাল ইউসুফসহ অনেকেই করোনা আক্রান্ত জানিয়ে গয়েশ্বর বলেন, তিনি নিজেও ভীত।
তার পরেও রাজপথে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই শেখ হাসিনার জন্য ঘরে থাকা যায় না। রাজপথে নেমে আসতে হয়। করোনার চেয়ে মারাত্মক ভয়ংকর আজকের সরকার।’
তিনি বলেন, ‘করোনা দল মত জাতি ধর্ম বোঝে না। কিন্তু হাসিনা নামক করোনা এদেশে দল মত জাতি ধর্ম বোঝে। তার যাকে ইচ্ছা তাকে খুশি আক্রমণ করে। এই ভয়াবহ করোনার হাত থেকে জাতিকে মুক্তি দিতে হবে।’
২০০৬ সালে এই স্কুলটি করা হয়েছিল জিয়াউর রহমানের নামে। এটির নাম পাল্টে পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয় করা হয়েছে
জিয়ার নামে স্কুলের নাম পাল্টানোর সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘তার নাম মোছা ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা। এই কাজ করে জনগণের হৃদয়ে যে আঘাত করছেন, এই আঘাতের পাল্টা আঘাত পাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও একটা বিশাল মাঠ আছে সিলেটের মৌলভীবাজারে; গান্ধী মাঠ, নোয়াখালীতে আশ্রম আছে তার নামে। জিন্নাহর নামে রাস্তা আছে। পাকিস্তানীরা যে এত বর্বর তারাও কিন্তু গান্ধীর নাম মুছে নাই।’
মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আওয়ামী লীগ কখনো মানুষকে সম্মান করে না। তারা মওলানা হামিদ খান ভাসানীকে সম্মান দেয়নি, কামাল হোসেনকে দেয়নি। তারা দিয়েছে একজনকেই। তিনি হলেন তাদের ঘরজামাই এরশাদ। এরশাদের চিন্তা-চেতনাতে তাদের সঙ্গে খুব মিল ছিল। আর জীবনের শেষ দিন পর্যন্ত তাদের কথা শুনেই চলেছেন।’
সোহেল বলেন, ‘জিয়াউর রহমানের নামে কালি দিলে আপনাদের কাউকে ছাড়া হবে না। খুঁজে বের করে আমরা কালি দিয়ে দেব আপনাদের মুখে।’