বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাঠে আসেন খেলা হবে, মামুনুলকে নিক্সন

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১৭:২০

‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করতাছে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! বেডা কী পাগল। মাথায় কি বুদ্ধি কম! আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। শুধু সারাদেশের যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নাই।’

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা হেফাজত নেতা মামুনুল হককে ‘সাহস থাকলে মাঠে নেমে খেলার জন্য’ আহ্বান জানিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সোমবার দুপুরে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে এক সংবর্ধনায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মামুনুল হককে নিক্সন চৌধুরী বলেন, ‘আরে মিয়া তেলাপোকাও পাখি, আর আপনিও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে আসেন। মাঠে খেলা হবে। আমাদের ভয় দেখাবে না। আমাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত কলিজা।’

মামুনুল যে ভাষায় কথা বলছে, তাতে বিস্মিত নিক্সন চৌধুরী। বলেন, ‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করতাছে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! বেডা কী পাগল। মাথায় কি বুদ্ধি কম!

‘আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। শুধু সারাদেশের যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নাই।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হলে আরেকটি শাপলা চত্বর করার হুমকি দিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন হেফাজত নেতা মামুনুল হক

 

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক হুমকি দিয়েছিলেন, ভাস্কর্য নির্মাণ হলে তিনি দেশে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মতো পরিস্থিতি আবার তৈরি করবেন।

এই বক্তব্য দেয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে প্রতিরোধের মধ্যে ওয়াজ করতে পারেননি মামুনুল হক যা শীতকালে তার আয়ের একটি বড় অংশ। গত বৃহস্পতিবার চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাকে প্রতিহতের ঘোষণা দিয়ে রাজপথে নামে। আর এই অবস্থায় তিনি শুক্রবার হাটহাজারীর আলোচিত মাহফিলে যোগ দেননি।

এই প্রতিরোধের মুখে পড়া মামুনুল রোববার সংবাদ সম্মেলনে এসে সুর নরম করেছেন। বলেছেন, ভুল তথ্য প্রচার করে তাকে প্রশাসনের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। তিনি ভাস্কর্যের বিরোধী হলেও এ নিয়ে কোনো ‘যুদ্ধে যাবেন না’।

তবে ভবিষ্যতে ক্ষমতা হলে সব ভাস্কর্য ভেঙে ফেলা হবে বলেও জানান হেফাজত নেতা।

মামুনুলকে হককে হুমকি না দেয়ার পরামর্শ দিয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আমাদের সাথে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ কইরা চাঙ্গা দিয়া উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।

‘যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কূল-কিনারা পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন। এমন ধমক দিয়েন না।’

এ বিভাগের আরো খবর