বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিয়ার নাম পাল্টানো স্কুলের ফলকে বিএনপির কালি

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ১৬:১০

যদি কখনো সংসদে যেতে পারি, তাহলে এয়ারপোর্টের নামও পাল্টে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করে দেব। প্রয়োজনে দুর্বার আন্দোলন করব। একই সঙ্গে ঢাকার ঘনবসতি দূর করতে রাজধানী দূরে সরানোর প্রস্তাব দেব। নতুন রাজধানীর নাম দেবো ভাসানীনগর: ইশরাক

পুরান ঢাকার বংশাল এলাকায় জিয়াউর রহমানের নাম পাল্টে একটি স্কুলের নতুন নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা।

প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে জানিয়েছেন, তারা ক্ষমতায় গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আবার জিয়ার নামে করবেন। নতুন রাজধানী করবেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে।

ইশরাক রোববার সকালে বংশাল মোড়ে সমাবেশ করে মিছিল নিয়ে মোগলটুলী এলাকায় বিদ্যালয়টির সামনে যান।

সেখানে নেতা-কর্মীরা স্কুলের ফটকে থাকা নাম নাম কালি দিয়ে মুছে দেন। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ইশরাক হোসেন নেতাকর্মীদের সরিয়ে নিয়ে যান। 

পরে নবাবপুর সড়কে পথসভা করেন ইশরাক। তিনি সেখানে বলেন, তার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সম্প্রতি এর নাম পাল্টে দেয়া হয়েছে।

ইশরাকের দাবি, এলাকাবাসী বা কারও দাবি না থাকলেও সিটি করপোরেশন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করেছে।

বিএনপি শাসনামলে সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র থাকাকালে ২০০৬ সালে প্রতিষ্ঠিত স্কুলটির নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এর নাম হয় ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়’।

খোকাপুত্র বলেন, ‘আমি যদি কখনও সংসদে যেতে পারি, তাহলে এয়ারপোর্টের নামও পাল্টে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করে দেব। প্রয়োজনে দুর্বার আন্দোলন করব।

‘একই সঙ্গে ঢাকার ঘনবসতির সমস্যা দূর করতে রাজধানী দূরে কোথাও সরানোর প্রস্তাব দেব। নতুন রাজধানীর নাম দেবো ভাসানীনগর।’

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।’

স্কুলের আগের ও বর্তমান নামফলক

 

শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে স্কুলটির পুর্ব নামের সাইনবোর্ড ও নতুন নামের গেইটের ছবি সংযুক্ত করে লিখেন, ‘বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসার চর্চা করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে আগামীকাল আমরা প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করব।’

এ বিভাগের আরো খবর