বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকা আসবে না, শঙ্কায় জাপা

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ১৭:২৮

‘প্রধানমন্ত্রী সেদিন বলেছেন ভ্যাকসিন এর জন্য টাকা দিয়েছি। একটি বেসরকারি কোম্পানি ভ্যাকসিন নিয়ে আসার কাজ শুরু করবে। আমাদের কথা হলো-মুখের কথা আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি, কার্যকর কিন্তু সব সময় হয় না।’

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার সরকারের প্রস্তুতির ঘাটতি দেখছেন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের। তার আশঙ্কা, করোনার টিকা নিয়ে আসার ব্যাপারে সরকার যা বলছে, তার বাস্তবায়ন হবে না।

বুধবার রাজধানীর বনানী কার্যালয় বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যরা সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

করোনার সর্বজনগ্রাহ্য টিকা এখনও আবিষ্কার হয়নি। তবে বেশ কয়েকটি টিকা শেষ পর্যায়ে আছে। আর সরকার তিন কোটি টিকা দেশে আনতে একটি চুক্তিও করে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকার টাকা নিয়ে কোনো সমস্যা হবে না।

জি এম কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সেদিন বলেছেন ভ্যাকসিন এর জন্য টাকা দিয়েছি। একটি বেসরকারি কোম্পানি ভ্যাকসিন নিয়ে আসার কাজ শুরু করবে। আমাদের কথা হলো-মুখের কথা আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি, কার্যকর কিন্তু সব সময় হয় না।’

ভ্যাকসিন নিয়ে বারবার কথা বলার ওপর গুরুত্ব দেন জাপা নেতা। বলেন, ‘এই ভ্যাকসিনের কথা যেন ভ্যাকসিন আসা পর্যন্ত সবাই বলতেই থাকি। কারণ, আমরা যদি বলতে ভুলে যাই, উনারাও ভুলে যাবে।

‘তখন দেখা যাবে সারাবিশ্বে সব সব দেশে করোনার টিকা চলছে, কিন্তু আমাদের দেশে তখনও আসতেছে না। আমরা খালি প্রস্তুত হয়ে বসে রয়েছি।’

করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার যে প্রস্তুতির কথা বলছে, সেটাও অপর্যাপ্ত বলে মনে করেন বিরোধীদলীয় উপনেতা।

জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভাই বলেন, ‘বলা হচ্ছে সব প্রস্তুত। কোথায় প্রস্তুত? যারা বড়লোক তাদের জন্য প্রস্তুত। তাদের হেলিকপ্টারে করে নিয়ে, ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের জন্য কী ফ্যাসিলিটি রাখা হয়েছে? সাধারণ মানুষ যদি শ্বাসকষ্ট হয়ে মারা যায়, তাহলে তাকে কোথায় হাসপাতালে দেবেন আপনি? কিন্তু মন্ত্রী বলছেন, যে আমরা প্রস্তুত।’

করোনা আক্রান্ত রোগীর জন্য আইসিইউ এর ব্যবস্থা করতে না পারার নিজের আক্ষেপের কথাও বলেন বিরোধীদলীয় উপনেতা।

বলেন, ‘আজকে একজন আমার কাছে রিকোয়েস্ট করতে এসেছিল যে, তার একটি আইসিইউ বেড লাগবে ঢাকা শহরে। সেজন্য তিনি পয়সা দিতে রাজি আছেন। আমি টেলিফোন করলাম, আমাকে বলা হলো যে, সব বন্ধ। এখানকার রোগীরাও এখন বাইরে পাঠাচ্ছে। আর সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তারা প্রস্তুত।’

জাপা নেতা বলেন, ‘গ্রাম ও মফস্বল শহরে কোনো প্রকার কোভিড হাসপাতাল নেই। কোভিড মোকাবিলায় রংপুর বিভাগে একটিমাত্র হাসপাতাল ছাড়া আর কোনো হাসপাতাল নেই। কোন লাইফ সাপোর্টে ব্যবস্থা নেই।’

সরকারি হাসপাতালগুলো ফ্রি করে দেয়া উচিত বলে মনে করেন জি এম কাদের।

শিক্ষায় হ-য-ব-র-ল অবস্থা চলছে বলেও মনে করেন জি এম কাদের। বলেন, ‘কোন কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে না। শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা কথা বলেছি কিন্তু আমাদের কথাকে তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর