বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নিখোঁজ’ যুবদল নেতা চার দিন পর গ্রেফতার

  •    
  • ২১ নভেম্বর, ২০২০ ২০:১২

পল্টন থানা যুবদল নেতা লিয়ন হককে ১৭ নভেম্বর তুলে নেয়ার অভিযোগ করেছিল বিএনপি। চার দিন পর বাস পোড়ানোর মামলায় তাকে।

পল্টন থানা যুবদলের নিখোঁজ নেতা লিয়ন হককে বাস পোড়ানোর মামলায় গ্রেফতার দেখাল গোয়েন্দা পুলিশ।

বাহিনীটি জানাচ্ছে বিজয়নগর এলাকায় একটি বাসে আগুন দেয়ার ভিডিও দেখে পরিচয় শনাক্ত করার পর তাকে শনিবার গ্রেফতার করা হয়েছে।

পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিয়নকে গত ১৭ নভেম্বর বিকালের পর থেকে আর পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করে আসছিল বিএনপি।

দলটির মুখপাত্র এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছিলেন, লিয়নকে তুলে নেয়া হয়েছে।

শনিবার ভোরে পল্টন থানা এলাকা থেকে লিয়ন হককে গ্রেফতার করা হয় বলে নিউজবাংলাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন। জানিয়েছেন, মোট তিন জনকে গ্রেফতার করেছেন তারা।

এই বাসটিতে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে যুবদল নেতা লিয়ন হককে

 

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ভোট চলাকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের হয়। পরে বিজয়নগর এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়।

ওয়ালিদ হোসেন জানান, গণমাধ্যমের ধারণ করা ছবি ও ভিডিও এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে শনাক্ত করা হয়।

চারদিন আগে থেকে লিয়ন হককে গুম করার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, গত ১৭ নভেম্বর মঙ্গলবার বিকালে যুবদলের মিছিল থেকে লিয়নকে পাওয়া যাচ্ছে না। তার সহকর্মী ও পরিবারের সদস্যরা থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও কেউ সন্ধান দিতে পারছেন না।

বাস পোড়ানোর মামলায় লিয়ন হকসহ মোট তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

 

‘আমরা আশা করি অবিলম্বে লিয়ন হককে জনসম্মুখে হাজির করা হবে। অন্যথায় তার অনাকাঙ্ক্ষিত কিছু হলে কোনোভাবেই এর দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারবে না’ বলেন প্রিন্স।

লিয়নকে গ্রেফতার দেখানোর পরে নিউজবাংলাকে প্রিন্স বলেন, ‘চাপের মুখে তাকে (লিয়ন) সামনে আনা হয়েছে ঠিকই, কিন্তু মিথ্যা অভিযোগ চাপিয়ে দেয়া হয়েছে। পুর্বের ন্যায় তারা বিএনপিকে কোণঠাসা করতেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।’

সিসিটিভি ফুটেজ দেখেই লিয়নকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবই তাদের সাজানো। অবিলম্বে লিয়নকে ছেড়ে দেয়ার দাবি জানাচ্ছি।’  

এ বিভাগের আরো খবর