বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোট করেছি বলে আ. লীগ হয়ে যাইনি: জিএম কাদের

  •    
  • ২১ নভেম্বর, ২০২০ ১৮:৪৯

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা আওয়ামী লীগের সাথে মহাজোট করেছি; নির্বাচন করেছি। আমাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি।’

মহাজোটে থাকায় জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা আওয়ামী লীগের সাথে মহাজোট করেছি; নির্বাচন করেছি। আমাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি।’

জাপার স্বাতন্ত্র্য আছে মন্তব্য করে কাদের বলেন, ‘আমাদের একটি স্বতন্ত্র রাজনীতি রয়েছে। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এক, তাহলে এটা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কারো জন্য সুখকর নয়। আমরা চাই আমাদের বক্তব্যে আমরা আমাদের রাজনীতি জনগণের কাছে তুলে ধরব।’

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘যেখানে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার খোলা, সেখানে শিক্ষাঙ্গন বন্ধ রাখার কোনো যুক্তি দেখছি না। করোনা ভাইরাস আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সরকার এ জন্য কী প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা জানি না।

‘মফস্বলের অবস্থা আরও ভয়াবহ। বেশিরভাগ হাসপাতালে আইসিইউ নেই। সাধারণ মানুষের প্রাইভেট চিকিৎসা করার ক্ষমতা নেই, যে কারণে জেলা শহরগুলোতে করোনার কারণে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘আজ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। বড় তিনটি দল ছাড়া অন্য রাজনৈতিক দল দৃশ্যমান নয়। এটি ভালো লক্ষণ নয়।

‘রাজনৈতিক দল যত বেশি থাকবে, জবাবদিহিতা তত নিশ্চিত হয়। আজ আইন করেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। এর কারণ দেশে সুশাসনের অভাব।’

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দীন আহমদ বাবলু সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশে ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি ও দুঃশাসনে ছেয়ে গেছে দেশ। মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা নেই।

‘জনগণ আজ কথা বলতেও ভয় পাচ্ছে। সে ভয় ভাঙতে হবে। ভয় ভাঙতে সেই দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত এরশাদের শাসনামলে ফিরে যেতে হবে।’

এ বিভাগের আরো খবর