বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যোগ্যতা দিয়েই যুবলীগে শেখ পরিবারের সদস্যরা: পরশ

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১৫:৩৪

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘শেখ পরিবারের সদস্যরা যে যার মতো এলাকার রাজনীতিতে সম্পৃক্ত। পারিবারিকভাবে এলাকায় তাদের একটা জনপ্রিয়তা রয়েছে। আমরা মনে করি, তারা তাদের যোগ্যতা বলেই কমিটিতে এসেছেন।’

নিজেদের যোগ্যতা দিয়েই শেখ পরিবারের সদস্যরা কমিটিতে জায়গা পেয়েছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রোববার রাজধানীর বনানীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘শেখ পরিবারের সদস্যরা যে যার মতো এলাকার রাজনীতিতে সম্পৃক্ত। পারিবারিকভাবে এলাকায় তাদের একটা জনপ্রিয়তা রয়েছে। আমরা মনে করি, তারা তাদের যোগ্যতা বলেই কমিটিতে এসেছেন।’

যুবলীগের নতুন কমিটি নিয়ে চেয়ারম্যান বলেন, ‘নেতাদের মূল্যায়ন করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। কমিটিতে দুষ্কৃতকারী চাঁদাবাজদের দূরে রাখতে পেরেছি। আমাদের সতর্কতার কোনো অভাব ছিল না।’

শনিবার যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন ‘শেখ পরিবারের’ তিন উদীয়মান মুখ ও তাদের এক আত্মীয়।

তারা হলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ ফজলে ফাহিম, ব্যারিস্টার শেখ ফজলে নাইম ও শেখ সোহেল। তাদের মধ্যে সভাপতিমণ্ডলির সদস্য হয়েছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ ফজলে ফাহিম ও শেখ সোহেল। ব্যারিস্টার শেখ ফজলে নাইম হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক।

যুবলীগের চেয়ারম্যানও শেখ পরিবারের সদস্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে।

এ বিভাগের আরো খবর