ভোট কারচুপির অভিযোগ এনে জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনের ফল বাতিলের দাবি এবং বাসে আগুনের ঘটনায় দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির কর্মসূচি শুরু হয়।
সমাবেশ শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় নির্বাচন বাতিল করে পুননির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
সমাবেশে দেয়া বক্তব্যে ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ বলেন, এই ভোট কারচুপির সরকারকে হটাতে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফল বাতিলের দাবি ও ঢাকায় বাসে আগুনের ঘটনায় দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মলেনে এই র্কমসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।