বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটাররা ‘ইভিএমে ফিঙ্গার প্রিন্ট দিয়েছে ভোট নয়’

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১৯:০৩

“বিএনপির ভোটার যারা কেন্দ্রে ভোট দিতে এসেছেন, তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে বলেছে যে, ‘এবার আপনি চলে যান’। অর্থাৎ যে বাটন চেপে ভোট দিতে হয়, সেখানে ভোট দিয়েছে অন্যজন।”

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় নিশ্চিত করতে পারলেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছে বিএনপি।

আওয়ামী লীগের নৌকার তুলনায় চারশ ভাগের এক ভাগ ভোট পাওয়া ধানের শীষের প্রার্থী সেলিম রেজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই অভিযোগ করেন।

ভোটের পরদিন শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে দুই দিনের বিক্ষোভের ডাক দেন কারচুপির অভিযোগ এনে।

আরও পড়ুন: বিএনপি ছাড়া কেউ বলেনি কারচুপি: কাদের

 

সংবাদ সম্মেলনে দুলু বলেন, “বিএনপির ভোটার যারা কেন্দ্রে ভোট দিতে এসেছেন, তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে বলেছে যে, ‘এবার আপনি চলে যান’। অর্থাৎ যে বাটন চেপে ভোট দিতে হয়, সেখানে ভোট দিয়েছে অন্যজন।”

ইভিএমে আঙ্গুলের ছাপ দিয়ে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হয়। এরপর ভোট দেয়া যায়।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বলেন, ‘এভাবে তারা ভোট ডাকাতি, ভোট ছিনতাই করেছে। এটা এবার নতুন এস্টাইল চালু করেছে।’

সিরাজগঞ্জে ১৭১ টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে নৌকা প্রতীকে আওয়ামী লীগের তানভীর শাকিল জয় পান এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। ধানের শীষ নিয়ে বিএনপির সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৬৮ ভোট।

 

এ সময় সংবাদ সম্মেলনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমানউল্লাহ আমানও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমাদের প্রার্থী নিজে এবং তার প্রধান এজেন্ট আবদুস সালাম গেছেন। সেখানে তারা দেখেছেন কেন্দ্রে ভোটারদের কোনো উপস্থিতি ছিল না। ভোটারদের বের করে দিয়ে তারা সন্ত্রাসীদের জড়ো করেছে। আমাদের প্রার্থীদের সেন্টারে ঢুকতে দেয়া হয়নি-এটা আমরা মিডিয়াকে দেখেছি।’

আমান বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি, এটা একটা তামাশার নির্বাচন হয়েছে। সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের যৌথ প্রযোজনায় এই উপনির্বাচন ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, তামাশা হয়েছে। সরকারের ইচ্ছানুযায়ী তাদের প্রার্থীকে জিতানোর জন্য নির্বাচন কমিশনের যা কিছু করা দরকার তারা সেটাই করেছে।’

ঢাকায় ২১৭ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী হাবিব হাসান পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। আর ধানের শীষ প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।

 

এ বিভাগের আরো খবর