ঢাকা-১৮ আর সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির তোলা কারচুপির অভিযোগকে অসত্য উল্লেখ করে ক্ষমতাসীন দলের নেতা বলেছেন, আর কেউ এই অভিযোগ করেনি।
ভোটের পরদিন শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাদের।
আগের দিন ঢাকা-১৮ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তুলনায় ১৪ গুণ আর সিরাজগঞ্জ-২ আসনে ৪০২ গুণ বেশি ভোট পেয়ে জেতে আওয়ামী লীগ।
- আরও পড়ুন: বিএনপির ১৪ গুণ ভোট পেয়ে নৌকার জয়
ঢাকায় ২১৭ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী হাবিব হাসান পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। আর ধানের শীষ প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট।
সিরাজগঞ্জে ১৭১ টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে নৌকা প্রতীকে আওয়ামী লীগের তানভীর শাকিল জয় পান এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। ধানের শীষ নিয়ে বিএনপির সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৬৮ ভোট।
দুটি আসনেই ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
ক্ষমতাসীন দলের নেতা সাহারা খাতুন ও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়েছিল। ২০০৮ সাল থেকেই আসন দুটিতে আওয়ামী লীগ জিতে আসছে।
বিএনপির অভিযোগ, তাদের এজেন্ট ও ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা দেয়া হয়েছে। দুটি আসনেই ভোট বাতিল করে নতুন নির্বাচনের দাবিও করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি- এটা কি সাংবাদিকরা বিশ্বাস করবে? কোন মিডিয়াই বলেনি ভোটে জালিয়াতি দখলবাজি, হয়েছে কারচুপি হয়েছে। এমনকি আমাদের কট্টরপন্থী সমালোচরাও এই নির্বাচন নিয়ে এমন কথা বলতে পারেনি। শুধু বিএনপির মুখেই এসব কথা।’
ঢাকা-১৮ আসনে ভোট পড়েছে ১৪.১৭ শতাংশ। অন্যদিকে সিরাজগঞ্জে পড়েছে ৫১ শতাংশ।
ঢাকা-১৮ আসনে বিএনপির ১৪ গুণ বেশি ভোটে জয়ী আওয়ামী লীগের হাবিব হাসান
এর আগেও রাজধানীতে খুবই কম ভোটার উপস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনার আক্রমণের পড়েছে ক্ষমতাসীন দল।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা- ১৮ উপ নির্বাচনে আমরা যা আশা করেছি সেই পরিমাণ ভোট পড়েনি। এখন ঢাকা-১৮ বলবে কিন্তু সিরাজগঞ্জ-১ বলবে না। সিরাজগঞ্জে কিন্তু ৫০ ভাগ ভোট পড়েছে সেটা কউ বলে না। বাংলাদেশ থেকে কি সিরাজগঞ্জ বিচ্ছিন্ন?’
আওয়ামী লীগ নেতা বলেন, ঢাকা শহরের একটা কারণ আছে। কারণ এখন করোনা ভাইরাসের কারণে অনেকেই আসে না। এ ছাড়া এই নির্বাচনে সরকার পরিবর্তন হচ্ছে না মনে করে অনেকে ভোট কেন্দ্রে যায় না। এই চিত্রটা কেউ তুলে ধরে না।’
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির ৪০২ গুণ বেশি ভোট পেয়ে জয়ী আওয়ামী লীগের তানভীর শাকিল জয়
কাদেরের দাবি, বিএনপির কোনো এজেন্টকে বের করে দেয়া হয়নি, দলটি কোনো এজেন্ট দেয়নি।
শেখ হাসিনার মত নেতৃত্ব আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারেবে না।’
ভোটের দিন বাসে আগুন বিএনপির কাজ দাবি করে কাদের বলেন, ‘বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগ তার দাঁতভাঙ্গা জবাব দেবে।’