বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃহত্তর ষড়যন্ত্র কঠোর হাতে দমন: হাছান

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১৮:০৩

‘গতকাল প্রথম বাসটি পোড়ানো নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। এক সরকারি প্রতিষ্ঠানের বাস। এটি দিয়ে তারা শুরু করেছিল। এই ঘটনার সঙ্গে বিএনপি এবং তার দোসররা যে জড়িত এটি সহজেই অনুমেয়।’

রাজধানীতে বাসে আগুন বিএনপি ও তার শরিকরা জড়িত অভিযোগ করে কঠোর হাতে সব নাশকতা দমনের ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

ভোটে কারচুপি লুকাতে এই আগুন লাগানো হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টাও বলেছেন মন্ত্রী। বলেছেন, ‘এতে কোনো লাভ হবে না।’

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে সাংবাদিকরা তার কথা বলছিলেন হাছান।

তিনি বলেন, ‘সরকার অতীতে যেমন নাশকতা কঠোর হাতে দমন করেছে এবারও জনগণেকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

 

আগের দিন ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে ঢাকার বিভিন্ন স্থানে নয়টি বাসে আগুন দেয়া হয়। রাতে আগুন দেয়া হয় আরও একটি বাসে।

জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাসে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরানো হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। অন্যদিকে ভাটারায় যাত্রী বেশে বাসে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন চালক।

মির্জা ফখরুল বাসে আগুনের নিন্দা জানিয়ে বলেছেন, ভোটে কারচুপি থেকে দৃষ্টি সরাতে সরকার এই আগুন দিয়েছে।

পুলিশ এরই মধ্যে নয়টি মামলা করেছে। গ্রেফতার করা হয়েছে ২০ জনের বেশি মানুষকে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যাদেরকে ধরা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে।

এই ঘটনা পরিকল্পিত বলে ফখরুলের অভিযোগের বিষয়ে অবশ্য একমত তথ্যমন্ত্রী। বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের বিবৃতিতে একটি সত্য কথা বলেছেন, যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত। আসলে উনার পূর্ব পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘গতকাল প্রথম বাসটি পোড়ানো নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। এক সরকারি প্রতিষ্ঠানের বাস। এটি দিয়ে তারা শুরু করেছিল। এই ঘটনার সঙ্গে বিএনপি এবং তার দোসররা যে জড়িত এটি সহজেই অনুমেয়।

‘পুলিশের তদন্তে দেখা গেছে ২০১৩-১৪ সালে যেভাবে বাসের মধ্যে যাত্রী বেশে উঠে বাসে আগুন ধরিয়ে দেয়া হয়েছিলো গতকাল যে কটি বাসে পোড়ানো হয়েছে সেগুলোর সাথে ওই সময়ে মিল আছে।’

করোনার চিকিৎসায় দুর্নীতি নিয়ে আইবির বিবৃতি ও বাস পড়ানো ‘বৃহত্তর ষড়যন্ত্রের অংশ’ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান বলেন, সরকার দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করে অর্থনীতিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার ‘বৃহত্তর ষড়যন্ত্র’ করা হয়েছে।

সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনতে জনগণের প্রতিও আহ্বান জানান মন্ত্রী।

এ বিভাগের আরো খবর