রাজধানীতে বাসে আগুনের ঘটনার প্রতিবাদে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। মিছিলটি জিপিও মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, ‘আমরা বুঝতে পারি না বিএনপি-জামায়াত কোন রাজনীতি করে। এরা ২০১৩, ১৪, ১৫ ও ১৬ সালে সারাদেশে অগ্নিসংযোগ করেছে। যার জন্য বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ বিএনপির নাম শুনতে পারে না।'
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং সাবেক নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, মো. আখতার হোসেন, মো. মিরাজ হোসেন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, অ্যাড. তাহমিনা সুলতানা, সাজেদা বেগম, গিয়াস উদ্দিন সরকার পলাশ, গোলাম সারোয়ার কবির প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়। জিপিও ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিলটি।
মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা।
বক্তারা বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতাকর্মীরা স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করে দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে প্রস্তুত আছে, থাকবে।
সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতারা অংশ নেন। ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, কামাল উদ্দিন খান, সাংগঠকি সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোফরান গাজী, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ-কৃষি ও সমবায় সম্পাদক নজরুল ইসলাম সরকার, সহ-সম্পাদক শেখ রাসেল রাজু প্রমুখ।