বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসে আগুনের পেছনে সরকার: ফখরুল

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ২১:০৯

‘এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপি কখনোই জড়িত নয়। বিএনপি ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে নয়। বরং জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতি করে।’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটের দিন রাজধানীতে নয়টি বাসে আগুনের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা অস্বীকার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা বলেছেন, জনগণের ভোটের অধিকার হরণের চিত্র আড়াল করার লক্ষ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগিয়েছে সরকার।

বৃহস্পতিবার দুই আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়ে যাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের একটি বাসে আগুন দেয়া হয়।

পরে মতিঝিল, গুলিস্তান, সচিবালয়, শাহবাগ, নর্দা, খিলগাঁও, বংশাল ও নয়াবাজার এলাকায় আরও আটটি বাসে আগুন দেয়া হয়।

এই ঘটনায় বিএনপির অফিস ঘিরে রেখেছে পুলিশ। বাহিনীটির পক্ষ থেকে এই আগুনের জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে।

ফখরুল এক বিবৃতিতে বাসে আগুনকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বলেন, ‘এই ঘটনা পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক।’

তিনি বলেন, ‘এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপি কখনোই জড়িত নয়। বিএনপি ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে নয়। বরং জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজনীতি করে।’

ফখরুলের অভিযোগ, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক ভোট কারচুপি করেছে। বিএনপির প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে। এরপর ‘দলের ক্যাডারদের দিয়ে’ ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে।

বিএনপি নেতা বলেন, ‘সরকার এসব দুষ্কর্মের মাধ্যমে পূর্বের মতোই বিএনপিকে হেয়প্রতিপন্ন করা ও এর দায়-দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করতে চায়।’

‘সরকারের এই হীন ষড়যন্ত্র এবং মিথ্যাচারে’ বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বানও জানান ফখরুল। সেই সঙ্গে সরকারকে ‘এই হীন রাজনীতির পথ’ পরিহার করে ‘স্বচ্ছ রাজনৈতিক ধারায়’ ফিরে আসারও আহ্বান জানানো হয়।

বিএনপি কার্যালয়ের ঘিরে রাখারও সমালোচনা করেন ফখরুল। বলেন, ‘কার্যালয় থেকে যারাই বের হচ্ছেন বা প্রবেশ করছেন সবাইকে গ্রেফতার করা হচ্ছে।’

গ্রেফতার করা নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন বিএনপি নেতা।

এ বিভাগের আরো খবর