ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ আসনের উপনির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কারওরানবাজার মোড় থেকে শুরু হওয়া মশাল মিছিলটি পান্থপথ সিগন্যালে গিয়ে শেষ হয়।
এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তখন ভয়ে আশেপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
সকালে ঢাকা-১৮ আসনে বিএনপি কারচুপির অভিযোগ তোলার পর রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল, মতিঝিল, গুলিস্তান, সচিবালয়, শাহবাগ, নর্দা, খিলগাঁও, বংশাল ও নয়াবাজার এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
জাতীয় রাজস্ব বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয় পেট্রল বোমা ছুড়ে। নর্দা এলাকায় বাসে আগুন দেয়া হয় যাত্রী বেশে।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের আন্দোলন চলাকালেও একই ভাবে শত শত গাড়িতে আগুন দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের দুই জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই আগুনের জন্য বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দাবি করেছেন, সরকার নিজে এসব ঘটনা ঘটিয়ে বিএনপিকে দায় দিচ্ছে।
সন্ধ্যায় কারওয়ানবাজারে ছাত্রদলের মিছিলটি বের হয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে। সেখানে অংশ নেয় কয়েকশ নেতা-কর্মী।
জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া ছাত্রদলের মিছিল ও ককটেল বিস্ফোরণের বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘কারওয়ানবাজার এলাকাটি তিনটি থানার মধ্যে পড়েছে। আমার থাকার এলাকায় এই ধরনের কিছু ঘটেনি।’