পেট্রল বোমা হামলা চালিয়ে জনগণের প্রিয় হওয়া যাবে না- বিএনপিকে উদ্দেশ্য করে বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীতে এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা।
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপি ভোটে কারচুপির অভিযোগ আনার পর রাজধানীতে একই দিনে নয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রল বোমা ছুড়ে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মী সোলায়মান মিয়া।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি মানুষকে জিম্মি করা, পেট্রোল বোমায় পুড়িয়ে হত্যার পথ পরিহার না করে, তাহলে তাদেরর পক্ষে কখনও আর জনগণের প্রিয় হওয়ার কোনো সুযোগ নাই।’
দেশে শক্তিশালী বিরোধী দল দেখতে চান তথ্যমন্ত্রী। বলেন, ‘শক্তিশালী বিরোধী দল থাকলে দেশে গণতন্ত্র শক্তিশালী হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি নিজেদের মধ্যে অনৈক্য ঘুচাতে এবং শক্তিশালী হতে পারছে না।’
বৃহস্পতিবার দুটি আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে অভিযোগ করে হাছান বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা, সেটিও মানুষ প্রত্যাখ্যান করবে।’
এরশাদবিরোধী আন্দোলনে গুলিতে প্রাণ হারানো যুবলীগ নেতা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের জন্য আন্দোলনে নূর হোসেনের জীবন্ত পোস্টার দেশের ইতিহাসে জীবন্ত হয়েই থাকবে, গণতন্ত্রের ইতিহাসে তার নাম সবসময় রক্তাক্ষরে লিপিবদ্ধ থাকবে।’