ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটের মধ্যেই রাজধানীতে সাতটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টন, গুলিস্তান, শাহবাগ, সচিবালয়, মতিঝিল, খিলগাঁও ও নর্দা এলাকায় এসব ঘটনা ঘটে।
এদিকে উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নিজ ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরিত হয়েছে।
নয়াপল্টন: দুপুর সাড়ে ১২টার দিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে যুবদল নেতা গোলাম মাওলা শাহিন ও খন্দকার এনামুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ও পুরানা পল্টন এলাকা প্রদক্ষিণ করে। এর পরপরই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কে বা কারা এ আগুন লাগিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
অন্যদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার ফাইটার আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি।
গুলিস্তান: দুপুর দেড়টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসে আগুন ধরে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের আনিসুর।
আনিসুর আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
শাহবাগ: আজিজ সুপার মার্কেটের সামনে দেওয়ান পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে দুপুর পৌনে ২টার দিকে। এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনিসুর রহমান জানান, কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।
শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর আবুল বাশার জানান, দুষ্কৃতিকারীরা এ আগুন লাগিয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে বাসের ভেতর থেকে কেউ এক জন আগুন লাগিয়ে নেমে গেছে।
সচিবালয়: দুপুর সোয়া ২টার দিকে সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে একটি বাসে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে এলেও হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মতিঝিল: দুপুর আড়াইটার দিকে মতিঝিলে একটি বাসে আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
খিলগাঁও: শাহজাদপুর এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি জানিয়েছেন।
নর্দা: বিকেল সাড়ে ৪টায় কোকাকোলা রোড এলাকায় একটি বাসে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল। এ ঘটনায় হতাহতের খবর দিতে পারেননি তিনি।
ককটেল বিস্ফোরণ
এদিকে উত্তরার ৮ নম্বর সেক্টরে বিএনপি প্রার্থী জাহাঙ্গীরের কেন্দ্রে (মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতন স্কুল) সকাল সাড়ে ১০টার দিকে ১৭টি ককটেল বিস্ফোরণ হয়। কয়েকটি আবার অবিস্ফোরিত পাওয়া যায়৷
বিস্ফোরণের সময় ভোটাররা ভয়ে এদিক-সেদিক ছুটতে থাকে। পরে পুলিশ অবিস্ফোরিত ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করে।
কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য আলিম মাহমুদ বলেন, ‘পাশের ভবন থেকে ককটেল ছোড়া হয়েছে, যা বোঝা যায়৷ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছি৷’
কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নুর আলম নিউজবাংলাকে বলেন, ‘দুজনকে আটক করেছি। পরিচয় জানা যায়নি৷’
ঘটনার পরেই সেখানে যান আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ ককটেল ফাটিয়ে ভোটারদের ভয় দেখিয়ে কেন্দ্র থেকে দূরে রাখতে চায়। কারণ তিনি জানেন, জনগণ নৌকায় ভোট দেবে। তারা বাইরে থেকে লোক ভাড়া করে আনছেন।’