আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার নমুনা পরীক্ষার পর বুধবার তার কোভিড-১৯ পজেটিভ আসে। আওয়ামী লীগের এই সংসদ সদস্য সুস্থ্য আছেন, বাসাতে আইসোলেশনে আছেন তিনি।
হানিফের ব্যক্তিগত সচিব তারিক উল ইসলাম টুটুল নিউজবাংলাকে বলেন, ‘গত সোমবার উনি জাতীয় সংসদের অধিবেশনে গিয়েছিলেন। সংসদ থেকে আসার পরই উনার শরীর খারাপ করে।
‘গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে একটি প্রোগ্রামে যোগ দেয়ার কথা ছিল, শরীর খারাপ লাগায় তিনি যোগ দেননি। মঙ্গলবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। পরে তিনি কোভিড-১৯ পজেটিভ ফল পেয়েছেন।’
টুটুল জানান, তিনি সুস্থ্য আছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।