অন্য দেশে কী হলো, সেটা নির্বাচন কমিশন দেখবে না, দেখবে নিজের বিধি বিধান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনকে শিক্ষা নিতে ফখরুলের বক্তব্যের পরদিন ক্ষমতাসীন দলের নেতা এ কথা বলেন।
বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
আগের দিন এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফখরুল বলেন, ‘তাদের থেকে শিক্ষা নেয়া উচিত আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের- যে নির্বাচন কমিশন কাকে বলে।
‘যারা অথরিটি তারা দেখেন, সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। সেই অবিচল থেকে তারা আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে- দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি না থাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।’
জবাবে ওবায়দুল কাদের বলেন নির্বাচন কমিশন অন্য দেশকে অনুকরণ করবে না। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবকে বলতে চাই, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় দেশে এ কমিশন কাজ করছে। তারা ফলো করবে নিজস্ব বিধি বিধান। অন্য দেশে কী হলো, তা নয়।’
- আরও পড়ুন: আমি তো বাইডেনের ভক্ত হয়ে গেছি: ফখরুল
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিরোধী দলের শেখার আছে বলেও মনে করেন আওয়ামী লীগ নেতা। তবে কী নিয়ে এই শিক্ষা, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো কি না সে প্রশ্নও রাখেন কাদের। বলেন, ‘বিএনপি যে কোন নির্বাচনে পরাজিত হলেই দায় চাপায় সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার উপর। আর জয়ী হলেই বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারত।’
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভরাডুবি টের পেয়ে বিএনপি নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের। বলেন, ‘বিএনপি সেখানে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।’
সরকার জনগণের মনের ভাষা বুঝতে পারে কি না, ফখরুলের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগই জনগণের মনের ভাষা বুঝতে পারে। আর বিএনপি জনগণের তো দূরের কথা দলের নেতাকর্মীদেরই মনের ভাষাই বুঝতে পারে না।
গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এখন পর্যন্ত কী অর্থবহ ভূমিকা রেখেছে- সে প্রশ্নও রাখেন আওয়ামী লীগ নেতা।
বলেন, ‘সবকিছুতেই বিষোদগার আর সমালোচনা করা ছাড়া সরকারের কোন ভালো কাজের প্রশংসা কি তাদের মুখ নিয়ে এ পর্যন্ত বের হয়েছে?... বিরোধিতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল। তারা কীভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রংযুক্ত করবে?’
বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনে সরকারের কোন হস্তক্ষেপ নেই দাবি করে মন্ত্রী বলেন, ‘বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায়। আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।’