ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনের ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন বিএনপির একজন সংসদ সদস্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সংসদের বিশেষ অধিবেশনে এই দাবি জানিয়েছেন বিএনপি নেতা হারুন অর রশীদ।
রোববার এই বিশেষ অধিবেশন শুরু হয়েছে। দেশের ইতিহাসে এটাই প্রথম বিশেষ অধিবেশন।
অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে বিএনপির সদস্য হারুন নিন্দা প্রস্তাবের বিষয়ে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ
হারুন অর রশীদ বলেন, ‘সংসদ নেতা এখানে উপস্থিত আছেন, আমি সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি। মহানবীকে অবমাননার জন্য এই সংসদে একটি নিন্দা প্রস্তাব উপস্থাপন করা হোক।’
বিএনপি নেতা বলেন, ‘যেহেতু ঘটনাটি আবেগ প্রবণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, সারা বিশ্বের মুসলমানের মধ্যে প্রতিবাদ উঠেছে। তাই আমি প্রস্তাব করছি, এই ঘটনার জন্য সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। এজন্য সংসদে প্রস্তাব আনার আহ্বান জানাচ্ছি।’
গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করেন ১৮ বছর বয়সী কিশোর। ওই শিক্ষক মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়েছিলেন। এ কারণে তাকে হত্যা করা হয়।
পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে। বিভিন্ন ভবনের গায়ে সেই কার্টুন প্রদর্শনও শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুন প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।
এই নির্দেশের প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা বিক্ষোভ করছেন।
বাংলাদেশেও ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নানা কর্মসূচি পালন করে আসছে। তারা ফ্রান্সের পণ্য বর্জন, সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ত্যাগ, ফরাসি দূতাবাস বন্ধসহ নানা দাবি জানিয়ে আসছে।