বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২১ আগস্ট সফল হলে বিএনপি বলত তৃতীয় স্বাধীনতা: কাদের

  •    
  • ৮ নভেম্বর, ২০২০ ১৭:৫৩

‘৭১ এর পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞ। সেই দিনটিকে বিএনপি মনে করে প্রথমবারের স্বাধীনতা। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে বিএনপি নেতারা বলত তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে দেশ।’

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশ ‘দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল’ বলে বিএনপির পক্ষ থেকে আসা বক্তব্যের তীব্র সমালোচনা করেছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকে বিএনপি ‘প্রথম স্বাধীনতা’ হিসেবে মনে করে। আর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা করা গেলে তারা এতে তৃতীয় স্বাধীনতা বলত।

রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ব্রিফিং করছিলেন আওয়ামী লীগ নেতা।

আগের দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্মরণে মির্জা ফখরুল বলেন, ‘সিপাহী-জনতার অভ্যুত্থানে’ বাংলাদেশ ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘দ্বিতীয়বার স্বাধীন’ হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হন জিয়াউর রহমান। এরপর তিনি উর্দি পরা অবস্থায় হন রাষ্ট্রপতি।

দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। আওয়ামী লীগ ও সমমনারা দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগের শরিক জাসদ দিনটিকে পালন করে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে।

ওবায়দুল কাদের বলেন, ‘এর আগে ৭১ এর পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞ। সেই দিনটিকে বিএনপি মনে করে প্রথমবারের স্বাধীনতা।

‘২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে বিএনপি নেতারা বলত তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে দেশ।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশের জনগণ বিশ্বাস এবং মনে করেন প্রকৃতপক্ষে ৭ নভেম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র হত্যা দিবস।’

‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’ বলে ফখরুলের দাবি প্রসঙ্গে কাদের বলেন, ‘কোন সে গণতন্ত্র?  বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ গণতন্ত্র।’

দেশে গণতন্ত্র নেই বলে তা উদ্ধারের শপথ ও খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে ফখরুলের শপথ নেয়া নিয়েও কথা বলেন কাদের। বলেন, ‘এ রকম শপথ প্রায়শ তারা নেন, তারপর জনগণ আর তাদের দেখে না, কর্মীরা রাজপথে খুঁজে পায় না। তারা আছেন ভার্চুয়াল জগতে।

‘বিএনপি কথা বলতে বাধ্য করে’

ওবায়দুল কাদের কেন নিত্যদিন বিএনপিকে নিয়ে কথা বলেন- ফখরুলের এমন প্রশ্নেরও জবাব দেন কাদের।

বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বারবার বিরূপ সমালোচনা করতে চাই না, কথা বলতে চাই না। কিন্তু বিএনপির নেতারাই আসলে বাধ্য করে। তাদের যে অবিরাম বিষোদগার, মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলা এবং এটার জবাব দেয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এটা আমার দায়িত্ব।’

বলেন, ‘আপনি আমার বিরুদ্ধে অবিরাম বিষোদগার করবেন, কল্পিত অভিযোগ করবেন, আমি সেটার জবাব কেন দেবো না? তার জবাব তো আমাকে দিতে হবে। তবে আমরা কোন গালিগালাজ ব্যবহার করি না, ব্যক্তিগত কোনো আক্রমণ করি না।’

এ বিভাগের আরো খবর