বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গণতন্ত্র উদ্ধারের’ শপথ ফখরুলের

  •    
  • ৭ নভেম্বর, ২০২০ ১৬:১৮

‘জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সেজন্য আজকে আমরা আজকে শপথ নিয়েছি যে, আমরা গণতন্ত্রকে উদ্ধার করব।’

দেশে গণতন্ত্র নেই দাবি করে তা উদ্ধারের শপথ নেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর স্মরণে শনিবার সকালে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। এরপর ফখরুল এই মন্তব্য করেন।

বিএনপি নেতা বলেন, ‘জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সে জন্য আজকে আমরা আজকে শপথ নিয়েছি যে, আমরা গণতন্ত্রকে উদ্ধার করব।

‘মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করব ইনশাল্লাহ।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হন জিয়াউর রহমান। এরপর তিনি উর্দি পরা অবস্থায় হন রাষ্ট্রপতি।

দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। এই দিনে জাতীয় ছুটিও ঘোষণা করা হয় বিএনপি আমলে। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ছুটি বাতিল করা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমমনারা দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগের শরিক জাসদ দিনটিকে পালন করে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে।

ফখরুল দাবি করেন, ‘সিপাহী-জনতার অভ্যুত্থানে’ বাংলাদেশ ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘দ্বিতীয়বার স্বাধীন’ হয়।

তিনি বলেন, ‘যে জাতীয় আন্তর্জাতিক কারণে ৩ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী এবং জনগণ ৭ নভেম্বরে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতাকে সুসংহত করে। একই সঙ্গে গণতন্ত্রের যে পথ সেই পথের নতুন সূচনা করেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানান।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও আলাদা শ্রদ্ধা জানায় জিয়াউর রহমানের সমাধিতে।

এ বিভাগের আরো খবর