বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফখরুল নাট্যশিল্পী, আমি নই: কাদের

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ১৭:৩১

কাদের বলেন, ‘তিনি (ফখরুল) নাটক করেছেন, নাটকে অংশ নিয়েছেন, নাট্যশিল্পী হয়েছেন, এটা ভালো কথা। কিন্তু আমি কখনো নাটক রচনা বা নাট্যশিল্পী ছিলাম না। সাহিত্যের অন্যান্য ধারায় আমার অংশগ্রহণ আছে। আমি বই লিখেছি, এখনও সুযোগ পেলেই লিখি। কিন্তু নাট্য চর্চ্চায় সংযুক্ত কখনও ছিলাম না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছাত্রজীবনের ‘ভালো অভিনয়’ তার রাজনৈতিক জীবনেও প্রভাব ফেলেছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

শুক্রবার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগের দিন বিএনপি মহাসচিব এক আলোচনায় বলেছিলেন ওবায়দুল কাদের ছাত্র জীবনে নাটক করতেন, তিনিও অভিনেতা ছিলেন।

জবাবে কাদের বলেন, ‘তিনি (ফখরুল) নাটক করেছেন, নাটকে অংশ নিয়েছেন, নাট্যশিল্পী হয়েছেন, এটা ভালো কথা। কিন্তু আমি কখনো নাটক রচনা বা নাট্যশিল্পী ছিলাম না।

‘সাহিত্যের অন্যান্য ধারায় আমার অংশগ্রহণ আছে। আমি বই লিখেছি, এখনও সুযোগ পেলেই লিখি। কিন্তু নাট্য চর্চ্চায় সংযুক্ত কখনও ছিলাম না।’

বিএনপি নেতাকে উদ্দেশ্য করে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘ফখরুল সাহেব নিজেও ভালো বলেন, তার জীবন নাটক ও নাটকীয়তার কথা জেনে ভাল লাগলো। তবে ছাত্র জীবনে ভালো অভিনয়ের যে ধারাবাহিকতা তার উনার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে।’

কাদের বলেন, ‘ফখরুল সাহেব রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলেই অনেকেই মনে করে।

‘ফখরুল সাহেব সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালোও বলতে চান। কিন্তু কোন এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না। তাই তো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেননি তিনি।’

সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে বলে ফখরুলের বক্তব্যেরও জবাব দেন কাদের। বলেন, ‘তারা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। তারা পদ্মাসেতু দেখে না, মেট্রোরেল দেখে না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছে না।’

আওয়ামী লীগ নেতা কেবল বিএনপি নিয়ে কথা বলেন বলে ফখরুল যে বক্তব্য রেখেছেন, তারও জবাব দেন কাদের। বলেন, ‘আমি শুধু বিএনপির বিরুদ্ধে বলি, এটি মোটেও সত্য নয়। আসলে দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমে গেছে। দেশের উন্নয়ন তাদের কানে জ্বালা ধরায়। তাই তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না।’

এ বিভাগের আরো খবর