ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে হত্যার বাসনা প্রকাশ করা সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় ভাবছে তার দল জাতীয় পার্টি।
তবে লিয়াকত বলেছেন, তিনি তার বক্তব্যে অটল। মুসলমানের বক্তব্য কখনও বদলায় না। দল কিছু ব্যবস্থা নিলে তিনি তার বক্তব্য জানাবেন।
লিয়াকত জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় এর আগে কখনও সুবিধা করতে না পারলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে তিনি দুইবার ভোটে জেতেন। তিনি কয়েক বছর আগে ফলের ব্যবসা করতেন। এখন ব্যবসায়ী পরিচয় দিলেও কিসের ব্যবসা তা স্পষ্ট নয়।
বিরোধীদলীয় উপনেতা নিউজবাংলাকে বলেন, ‘এমন বক্তব্য কখনই গ্রহণযোগ্য নয়৷ এটা কোনো সাধারণ বক্তব্যের মধ্যে পড়ে না। এই বক্তব্যের কৈফিয়ত তাকে ব্যক্তিগতভাবেই দিতে হবে৷’
দলের একজন সংসদ সদস্যের মুখ থেকে আসা এমন বক্তব্য কি চাইলেই এড়িয়ে যাওয়া যায়- এমন প্রশ্নে জি এম কাদের বলেন, ‘তিনি নিজেই বলেছেন যে, তিনি কোনো সংসদ সদস্য নয়, বরঞ্চ একজন ব্যক্তি বা মুসলিম হিসেবে এই কথা বলেছেন। এটা কখনই দলের মতামত না। দল এমন মন্তব্য সাপোর্ট করে না।’
দল তাহলে কী করবে- এমন প্রশ্নে জাপা নেতা বলেন,‘তিনি যেহেতু দলের সদস্য, তাই এই বক্তব্যের প্রেক্ষিতে কী করা যায় তা আমরা সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেব।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
গত সোমবার ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে মাখোঁকে হত্যার বাসনার কথা বলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেজে আপলোড করেছেন।
- আরও পড়ুন: ফরাসি দূতাবাস বন্ধের দাবি, ঘেরাওয়ের ডাক
সেদিন লিয়াকত বলন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোন সংসদ সদস্য না এখন, .... ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’
প্রধান বিরোধী দলের একজন সংসদ সদস্য হয়ে এই ধরনের বক্তব্য দায়িত্বশীলতার পরিচয় কি না, বা এটি ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে কি না, এ নিয়ে কোনো চিন্তা নেই সংসদ সদস্য লিয়াকতের।
নিউজবাংলাকে জাতীয় পার্টির নেতা বলেন, ‘আমি তো বলেই নিয়েছি যে, সংসদ সদস্য নয়, বরঞ্চ একজন মুসলিম হিসেবে আমি বলছি।’
তার মানে আপনি আপনার বক্তব্যে এখনও অটল- এমন প্রশ্নে লিয়াকত বলেন, ‘মুসলিম তার কথায় অটল থাকে। আমিও আছি। মৃত্যুর আগ পর্যন্ত থাকব৷
‘আমি সজ্ঞানেই বলেছি। সংসদ সদস্য হিসেবে আমার যেমন দায় দায়িত্ব আছে। মুসলিম হিসেবেও আমার দায় দায়িত্ব আছে। আমি সেটা পালন করেছি মাত্র।’
- আরও পড়ুন: মোনাজাতে শেষ হেফাজতের ঘেরাও
গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করেন ১৮ বছর বয়সী কিশোর। ওই শিক্ষক মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়েছিলেন। এ কারণে তাকে হত্যা করা হয়।
পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে। বিভিন্ন ভবনের গায়ে সেই কার্টুন প্রদর্শনও শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুন প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।
এই নির্দেশের প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা বিক্ষোভ করছেন। বাংলাদেশের গত সোমবার রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।