বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপশক্তি রুখতে গণসঙ্গীত নাটক মশাল মিছিল

  •    
  • ৩ নভেম্বর, ২০২০ ২১:৩৭

‘সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত কর’ এই স্লোগানে মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থাকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীর শাহবাগে এ কর্মসূচি হয় ‘প্রগতিশীল সংগঠনসমূহ’র ব্যানারে।

ধর্ম অবমাননার অপবাদ দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে পুড়িয়ে মানুষ হত্যা ও কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ ও মশাল মিছিল করেছে বিভিন্ন সংগঠন।

‘সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত কর’ স্লোগানে মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থাকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজধানীর শাহবাগে এ কর্মসূচি হয় ‘প্রগতিশীল সংগঠনসমূহ’র ব্যানারে।

এতে উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে গণসঙ্গীত, নাটক ও কবিতা পরিবেশন করা হয়।

কর্মসূচি সম্পর্কে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন নিউজবাংলাকে বলেন, ‘ধর্মীয় অনুভূতি বাংলাদেশের মানুষের ওপর চেপে বসেছে। ধর্মীয় অনুভূতির কথা বলে লালমনিরহাটে একজনকে পুড়িয়ে মারা হলো। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মালম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হলো।’

তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতির কথা বলে এই সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। এটা সাধারণ মানুষের অনুভূতি না। এ সাম্প্রদায়িক অপশক্তি রুখতে আন্দোলন ছাড়া, রাস্তায় নামা ছাড়া বিকল্প নেই।’

সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন শিল্পী আক্তার, রুমি দে, নীহার রঞ্জন হাওলাদার, হাবিবুল আলম ও সাজেদা বেগম সাজু। আবৃত্তি করেন সরদার আব্দুল করিম, রুমা সরকার ও মিজানুর রহমান সুমন।

সবশেষে উদীচীর নাটক বিভাগের আয়োজনে হয় ‘সময়ের আর্তনাদ’ নাটক। খুন-ধর্ষণ, সাম্প্রদায়িক হামলাসহ সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরা হয় এ নাটকে।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে মশাল মিছিল করা হয়। মিছিলে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে দেশ থেকে সব অনাচার দূর করে মৌলবাদ মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। পরে তারা মশাল মিছিল নিয়ে শাহবাগে ফিরে কর্মসূচি শেষ করেন।

আয়োজকরা জানিয়েছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত কর’ স্লোগানে মঙ্গলবার সারা দেশে মশাল মিছিল হয়েছে।

এ বিভাগের আরো খবর