বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্রান্সকে নিন্দা জানান, সরকারের প্রতি আহ্বান

  •    
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৭:২১

মুসলমানদের অন্য কোনো ধর্মের উপর কখনও আঘাত করার ইতিহাস নেই। বার বার অমুসলিমরাই ইসলাম ধর্মের উপর আঘাত করে আসছে: চরমোনাইয়ের পীর

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন। নেতারা বলেছেন, নইলে দেশের জনগণ তাদের প্রতি মুখ ফিরিয়ে নেবে।

মঙ্গলবার ঢাকায় দলটির এক কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়েছে।

নেতা-কর্মীরা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিল নিয়ে ফরাসি দূতাবাস ঘেরাও করতে গিয়েছিল। তবে শান্তিনগর মোড়ে পুলিশের বাধায় পণ্ড হয় কর্মসূচি।

গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করেন ১৮ বছর বয়সী কিশোর। ওই শিক্ষক মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন দেখিয়েছিলেন। এ কারণে তাকে হত্যা করা হয়।

পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে। বিভিন্ন ভবনের গায়ে সেই কার্টুন প্রদর্শনও শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুন প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাসের দিকে রওয়ানা হয় নেতা-কর্মীরা। পথে আটকায় পুলিশ

 

ইসলামী আন্দোলননের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, অবিলম্বে সরকারিভাবে এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাতে হবে।

‘সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে।’

চরমোনাইয়ের পীর বলেন, ‘মুসলমানদের পক্ষে অবস্থান নিতে ব্যর্থ হলে দেশবাসী সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে।’

ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া মুসলমানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব উল্লেখ করে চরমোনাইয়ের পীর বলেন, ‘মুসলমানদের অন্য কোনো ধর্মের উপর কখনও আঘাত করার ইতিহাস নেই। বার বার অমুসলিমরাই ইসলাম ধর্মের উপর আঘাত করে আসছে।’

 

দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন পরাশক্তি টেকেনি। ফ্রান্সের ম্যাখোঁ (ফ্রান্সের প্রেসিডেন্ট) টিকতে পারবে না।’

সমাবেশে ২৯ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, ৩০ অক্টোবর প্রতিটি মসজিদ থেকে মিছিল ও ১৩ নভেম্বর ধোলাইপাড়ে ‘মূর্তিবিরোধী’ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এ বিভাগের আরো খবর