বিএনপিকে দেশের ইতিহাসে সবচেয়ে ‘ব্যর্থ বিরোধীদল’ উল্লেখ করে দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সব নেতার পদত্যাগের পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের।
সরকারের পদত্যাগ পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির প্রতিক্রিয়ায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধীদল বিএনপি। সরকার নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত।’
আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনায় সরকারকে ব্যর্থ দাবি করে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
ওবায়দুল কাদের মির্জা ফখরুলের এই দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, ‘বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা একটু চাপও তৈরি করতে পারে নি। তাদের আন্দোলন মুখে মুখে, প্রেস বিফ্রিংয়ে আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’
ধর্ষণবিরোধী সাম্প্রতিক আন্দোলনে বিএনপি রাজনৈতিক সুযোগ নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কাদের। বলেন, ‘বিএনপি যখনই কোনো ইস্যু পায় তা খড়-কুটোর মতো আঁকড়ে ধরে সরকারবিরোধী আন্দোলনের অপপ্রয়াস চালায়।’
বিএনপি দেশে-বিদেশে যেখানেই ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করুক না কেন, সে সম্পর্কে সরকার সজাগ আছে বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
নারীর প্রতি অবমাননা ও সহিংসতার বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে কাদের বলেন, ‘নোয়াখালীর ঘটনাসহ প্রতিটি ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে।’
‘এ সব ঘৃণ্য অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, দলীয় পরিচয় তাদের রক্ষার ঢাল হতে পারে না।’
ধর্ষকদের পাশাপাশি যারা তাদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরও বিচারের আওতায় আনার কথা জানান মন্ত্রী।