নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
‘নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং অত্যাচারীদের বিরুদ্ধে আইনের বিধান যথাযথ ও কঠোর করার’ দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার বলেন, 'নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে যাতে আরো কঠোরভাবে শাস্তির বিধান তৈরি করা যায় সে জন্য কাজ করতে হবে।'
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল বলেন, 'ধর্ষক, সন্ত্রাসীরা কোনো মানুষ হতে পারে না। এদের বিরুদ্ধে আমরা আইনের আরো কঠোর শাস্তি চাই।'
'প্রয়োজনে আইন আরো শক্তিশালী করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কোনো খুনি, ধর্ষক, সন্ত্রাসী এই বাংলার মাটিতে দেখতে চাই না।'
নারী নির্যাতনের প্রতিবাদে যুব মহিলা লীগের মানববন্ধন। ছবি: সাইফুল ইসলাম
অপু উকিল বলেন, 'যেখানে নির্যাতনকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানে সরকার তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করেছে, এ জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই।'
'এ জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জনমত তৈরি করতে হবে। এ দেশের বিবেকবান মানুষদের একত্রিত হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।'